promotional_ad

‘মুস্তাফিজের নেতৃত্বে বাংলাদেশের বোলিং দারুণ’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ শুরুর আগেও ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান। একাদশ থেকে জায়গা হারাতে হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও। এরপর তিনি উড়াল দেন ভারতে, আইপিএল খেলতে। আর আইপিএল থেকে ফিরে বিশ্বকাপের মঞ্চে দেখা মিলছে ভিন্ন এক মুস্তাফিজকে।


এখন পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচের চারটিতেই খেলেছেন বাঁহাতি পেসার। যেখানে ১০.২৮ গড় এবং ৩.৩৭ ইকনোমি রেটে মুস্তাফিজ নিয়েছেন ৭ উইকেট। ডেথ ওভারেও দারুণ বোলিং করেছেন তিনি। যেখানে ৬ ওভার বোলিং করে বাঁহাতি এই পেসার দিয়েছেন মাত্র ১০ রান। আইপিএলের সবশেষ আসর থেকেই দেখা মিলছে পুরনো মুস্তাফিজকে।


কাটার ও স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের খাবি খাওয়াচ্ছেন বাংলাদেশের এই পেসার। মুস্তাফিজের বোলিংয়ের রহস্যভেদ করতে প্রায়শই ব্যর্থ হচ্ছেন তারকা ব্যাটাররা। তাতেই সাফল্যের দেখা পাচ্ছেন মুস্তাফিজ, সাফল্য পাচ্ছে বাংলাদেশও। শুধু মুস্তাফিজই নয়, বাংলাদেশের পুরো বোলিং আক্রমণেরই প্রশংসা করেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার।



promotional_ad

সুপার এইটের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নিজেদের যথাযথ প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। প্রথম রাউন্ডে সবকটি ম্যাচ জিতেছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ড, ওমান, নামিবিয়া তো বটেই, ইংল্যান্ডও তেমন লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে।


বাংলাদেশের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে প্রথম দল হিসেবে টানা ৮ জয়ের রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার তুলনামূলক ভালো উইকেটে খেলা হবে বলে বাড়তি প্রেরণাও পাচ্ছেন ওয়ার্নার। ম্যাচের আগে সংবাদমাধ্যমে উইকেটের ব্যাপারে স্বস্তির কথা বলেন তিনি।


‘এসব মাঠে খেলার সুবিধা হলো, (অন্য জায়গার তুলনায়) এখানে ট্রু উইকেট পাওয়া যায়। তাদের লেংথ হয়তো কিছুটা পিছিয়ে গেছে। তারা যদি এই একই লেংথে বোলিং করে তাহলে এসব বল মোকাবিলা করা দারুণ হবে।’


বাংলাদেশের বোলিং শক্তি সম্পর্কে ভালো ধারণা আছে ওয়ার্নারের। মুস্তাফিজ ছাড়াও দারুণ ছন্দে থাকা তানজিম হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ব্যাপারেও সতর্ক বাঁহাতি ওপেনার। আর মুস্তাফিজের সঙ্গে আইপিএলে ড্রেসিংরুম শেয়ার করায় কাটারমাস্টার সম্পর্কে ভালো করেই জানেন ওয়ার্নার।



‘বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি। অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ। মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball