promotional_ad

রিশাদের ওপর চড়াও হতে চায় অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ বরাবরই ফিঙ্গার স্পিনারদের আঁতুড়ঘর। সেখানে রিশাদ হোসেনের মতো রিস্ট স্পিনার ছড়ি ঘোড়াচ্ছেন। প্রতিপক্ষ দলগুলোর ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পেছনে অন্যতম বড় ভূমিকাও রেখেছেন এই লেগ স্পিনার।


সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে রিশাদকে নিয়ে ভাবতে হচ্ছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকেও। অজি অলরাউন্ডার টিম ডেভিড জানিয়েছেন তাদের দলের কারোরই রিশাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তবে যাই হোক না কেন এই স্পিনারকে আক্রমণের প্রস্তুতি নিয়ে রাখছে অজিরা।



promotional_ad

বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ছিল পেসারদের আধিপত্য। তবে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে ছিল ভিন্ন চিত্র। সেখানে স্পিনাররাই প্রতিপক্ষ দলগুলোর ঘুম হারাম করেছেন। সুপার এইটের সব ম্যাচই হবে ক্যারিবীয় দীপপুঞ্জে। ফলে সবগুলো দলই স্পিনের বিপক্ষে লড়াইয়ের জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে টিম ডেভিড বলেছেন, 'আমি মনে করি এটাই বিশ্বকাপের প্রকৃতি। তাই না? আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার খেলতে পারবেন। আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন। তাই অনেকের বিপক্ষে অনেকের বিপক্ষে খেলতে পারবেন না। আপনি তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবেন না। আমার মনে হয় না আমাদের দলের কেউ তার (রিশাদের) বিপক্ষে খেলেছি। আমরা তার চড়াও হবো।'


বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। ওভারপ্রতি খরচ করেছেন ৭ রানের কম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও পার্থক্য গড়ে দিতে পারেন এই লেগ স্পিনার। এদিকে টিম ডেভিড নিজেও লেগ স্পিন বোলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই নিজের বোলিং নিয়ে অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জ্যাম্পার সঙ্গে কাজ করছেন তিনি। মূলত দলের চাহিদা মেটাতে নিজের বোলিংয়ের নতুন অস্ত্র যোগ করছেন ডেভিড।



সেই পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, 'এটি আপনাকে আরও কিছু বিকল্প দেয়। আমি ৯ মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি। সত্যিই ভালো হচ্ছে। তাই বোলিং নিয়েও পরিশ্রম করছি। সত্যি বলতে আমি বোলিং উপভোগ করি। মাঠে ২০ ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে এটি আরও উপভোগ্য।'


বাংলাদেশের বিপক্ষে লেগ স্পিনার ডেভিডকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। অবশ্য অজিদের কাঁপিয়ে দিতে প্রস্তুত আছেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়েছিলেন রিশাদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে মাত্র ৮৫ রানে গুঁড়িয়ে দিতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে রিশাদ ভীতি অমূলক নয় অস্ট্রেলিয়ার জন্য। এখন দেখার বিষয় তিনি অজিদের বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারেন কিনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball