নেপালের অধিনায়কের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন সাকিব

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৪টি উইকেট। এদিন ২১টি ডট দিয়ে আলোচনায় এসেছিলেন এই পেসার।
নিয়েছিলেন দুটি মেডেনও। এদিন নেপালি অধিনায়ক রোহিতের দিকে তেড়ে যেতে দেখা গেছে তানজিমকে। এই ঘটনায় বাংলাদেশের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তার নামের পাশে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম এমন অপরাধের শাস্তি পেলেন সাকিব।

ঘটনাটি নেপালের ইনিংসের তৃতীয় ওভারের। সেই ওভারে ব্যাট করছিলেন নেপালের অধিনায়ক। বল করার এক পর্যায়ে তার দিকে তেড়ে যান তানজিম। ম্যাচ শেষে রোহিত বলেছিলেন, সাকিব তাকে বলেছিলেন, 'মেরে দেখাও।' তিনি এই পেসারকে ফিরতি উত্তরে বলছিলেন যাও বল করো।
আইসিসির আচরণবিধি অনুযায়ী এটি শাস্তি যোগ্য অপরাধ। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ অণুচ্ছেদ অনুযায়ী অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে শারীরিক সংঘর্ষে যেতে পারবেন না কোনো ক্রিকেটার। এমনকি ম্যাচ আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারোর সঙ্গেও তর্কে জড়াতে পারবেন না।
সাকিবের বিরুদ্ধে ম্যাচ শেষে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। এই পেসার অপরাধ মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সাকিবের বিরুদ্ধে ম্যাচ শেষে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
সাকিবের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন ফিল্ড আম্পায়ার আহসান রাজা-স্যাম নাগস্কি, থার্ড আম্পায়ার জায়ারামান মদনগোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। নেপালের বিপক্ষে জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে বাংলাদেশ।