পুরান ঝড়ে উড়ে গেল আফগানিস্তান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টানা তিন ম্যাচে জিতে আগেই সুপার এইট নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাই কেবলই আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে নিকোলাস পুরানের ৯৮ রানের ঝড়ো ইনিংসে রেকর্ড জয়ে সুপার এইটের প্রস্তুতি সেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানকে ১০৪ রান হারিয়ে টানা চার ম্যাচের চারটিতেই জয় পেল বিশ্বকাপের স্বাগতিকরা।
সেন্ট লুসিয়াতে জয়ের জন্য ২১৯ রান তাড়ায় ব্যর্থ হয়েছেন দারুণ ছন্দে থাকা রহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের প্রথম ওভারেই আকিল হোসেনের বলে উড়িয়ে মারতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়েছেন। আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার ফিরেছেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান চেষ্টা করেছেন রানের খাতা সচল রাখার জন্য।

যদিও বড় রান তাড়ায় প্রত্যাশিতভাবে পাওয়ার-প্লেতে রান তুলতে পারেনি। এক উইকেট হারানো আফগানরা পাওয়ার-প্লেতে করেন ৪৫ রান। ইনিংসের সপ্তম ওভারে গিয়ে আবার উইকেট হারায় তারা। গুড়াকেশ মোতির বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন তিনে নামা গুলবাদিন নাইব। পরের ওভারে আউট হয়েছেন ৩৮ রান করা ইব্রাহিম। মাত্র ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান।
পরের দিকে আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান। অধিনায়ক রশিদ খান করেছেন ১১ বলে ১৮ রান। শেষ পর্যন্ত ২১৯ রান তাড়া করতে নেমে ১১৪ রানে থামে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন ওবেদ ম্যাককয়। এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন আকিল ও মোতি।
এর আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যাটিংয়ে আসতে হয় পুরানকে। তিনে নেমে জনসন চার্লসকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান তিনি। যা গেছে পেসার ওমরজাইয়ের উপর দিয়ে। তার ওভারে তিনটি ছক্কার সঙ্গে মেরেছেন দুটি চারও। সেই ওভারে অতিরিক্তসহ ৩৬ রান দিয়েছেন আফগান এই পেসার।
দারুণ ব্যাটিং করতে থাকা চার্লস সাজঘরে ফিরেছেন ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে। চারে নেমে শাই হোপও ঝড় তোলার চেষ্টা করেন। তবে তাকে ফিরতে হয় ২৫ রানে। এক প্রান্ত আগলে রাখার পাশাপাশি দ্রুত রান তুলে ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন ১২৮ ছক্কা মারা এই ব্যাটার।
পেছনে ফেলেছেন ১২৪ ছক্কা মারা ক্রিস গেইলকে। শেষ দিকে ১৫ বলে ২৬ রান করেছেন রভম্যান পাওয়েল। সেঞ্চুরির খুব কাছে থাকা পুরানকে ফিরতে হয় ৯৮ রানে। ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রান করা ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার ব্যাটার রান আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তার ব্যাটে ভর করেই ২১৮ রানের পুঁজি পায় তারা। এবারের আসরে এটিই তাদের সর্বোচ্চ রান।