তানজিম আমাদের উড়িয়ে দিয়েছে: রোহিত

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নেপালের বিপক্ষে বল হাতে ইতিহাস গড়েছেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এর চেয়ে বড় ব্যাপার হলো নিজের বোলিং কোটায় ২১টি ডট বল দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো বোলার এক ম্যাচে এতো ডট দিতে পারেননি। এই পেসার এদিন চার ওভারের মধ্যে দুটি ওভারই নিয়েছেন মেডেন।
শেষ পর্যন্ত নেপালকে ৮৫ রানে অল আউট করে ২১ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তাতেই সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচ শেষে নেপালের অধিনায়ক রোহিত পাওডেল মনে করেন তানজিমই তাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। এদিন নেপালি অধিনায়ক রোহিতের দিকে তেড়ে যেতে দেখা গেছে তানজিমকে। দুজনের মধ্যে কী নিয়ে বাকবিতণ্ডা হয়েছে এ নিয়েও মুখ খুলেছেন রোহিত।

জানিয়েছেন তানজিম তাকে মেরে খেলতে বলেছিলেন। তিনিও কম যাননি। তানজিমকে বলেছিলেন বল করতে। অবশ্য শেষ পর্যন্ত লড়াইয়ে জিতেছে তানজিমই। নিজের তৃতীয় ওভারে তিনি আউট করেন তানজিম। লেংথ বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সরাসরি রিশাদের হাতে ধরা পড়েছেন রোহিত।
ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত। তিনি বলেছেন, 'আমার মনে হয় তানজিম দারুণ বোলিং করেছে। সে আমাদের উড়িয়ে দিয়েছে। নতুন বলে সে দারুণ করেছে। উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল। সে ভালো জায়গায় বল করেছে। সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও। আমি বলেছি যাও বল করো।'
নেপাল মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মুস্তাফিজুর রহমান ৩টি, তাসকিন আহমেদ একটি ও সাকিব আল হাসান ইনিংসের শেষ ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে নেপালকে ৮৫ রানে গুঁড়িয়ে দেন তিনি। রোহিত অবশ্য নিজ দলের ব্যাটারদের কাঁধেই দায় চাপিয়েছেন।
তিনি বলেছেন, 'বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ বোলিং করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমরা ১০৭ রান করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।'