promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভিসের বিদায়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও সবশেষ কয়েক বছরে ডেভিড ভিসে খেলেছেন নামিবিয়ার হয়ে। বাবার জন্মসূত্রেই তাদের হয়ে খেলতে শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সায়াহেৃ থাকা এই অলরাউন্ডার। এবার তাদের জার্সিতেও বিদায় বললেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভিসে।


সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে উইকেট না হারালেও জেতার জন্য প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না নিকোলাস ডেভিন ও মাইকেল ভন লিনগেন। যার ফলে ইনিংসের ষষ্ঠ ওভার শেষে রিটায়ার্ট আউট হয়ে নিজে থেকে মাঠ ছাড়েন ডেভিন। তিনে ব্যাটিং করতে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন ভিসে।


১০ ওভারের ম্যাচে ইনিংসের শেষ ওভারে জফরা আর্চারের বলে আউট হওয়ার আগে ১২ বলে ২৭ রান করেছেন তারকা এই অলরাউন্ডার। আউট হওয়ার পর ভিসের কাছে এগিয়ে এসে হাত মেলালেন আর্চারসহ ইংল্যান্ডের বাকি ক্রিকেটাররা। বয়স ৩৯ ছুঁয়ে যাওয়ায় তখনই অনুমান করা যাচ্ছিল হয়ত বিদায় বলতে যাচ্ছেন।



promotional_ad

আউট হয়ে মাঠে ফেরার আগে হেলমেট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাবও দিয়েছেন। অধিনায়ক জেরার্ড এরাসমাসের সঙ্গে ডাগ আউটে থাকা বাকিরাও অর্ভ্যথনা জানালেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিশ্চিত করলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা। ভিসে জানান, নামিবিয়ার হয়ে ক্যারিয়ার শেষ করার মতো এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না তিনি।


নিজের বিদায় নিয়ে ভিসে বলেন, ‘হ্যাঁ হ্যাঁ, এখনকার জন্য (সেটিই)। মানে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও দুবছর বাকি, এখন আমার বয়স ৩৯ বছর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার খুব বেশি অবশিষ্ট আছে বলে মনে হয় না। এখনো খেলতে পছন্দ করি, হয়তো আরও দুই বছরের মতো খেলব।’


তিনি আরও যোগ করেন, ‘মনে হয় এখনো অবদান রাখতে পারি, অনেক খেলা বাকি। তবে নামিবিয়ার হয়ে আমার বিশেষ ক্যারিয়ার শেষ করতে এর চেয়ে ভালো জায়গা কই পাব! তাদের হয়ে ভালো সময় কেটেছে। এবং সম্ভবত বিশ্বকাপে বিশ্বমানের মতো দল ইংল্যান্ডের বিপক্ষে তাদের (নামিবিয়ার) হয়ে খেলা শেষ করাটিকেই উপযুক্ত সময় মনে হয়েছে।’


২০১৩ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় ভিসের। প্রায় তিন বছরের ক্যারিয়ারের প্রোটিয়াদের হয়ে ২৬ টি-টোয়েন্টি খেলেন তিনি। এরপর ২০১৬ সালে কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে পাড়ি জমান। ইংলিশরা কোলপ্যাক চুক্তির প্রথা থেকে বেরিয়ে আসার পর ২০২১ সাল থেকে নামিবিয়ার হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন।



নামিবিয়া ও সাউথ আফ্রিকা মিলে এক দশকের ক্যারিয়ারে ৫৪ টি-টোয়েন্টিতে ৬২৪ রান করেছেন ভিসে। বল হাতে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারের শিকার ৫৯ উইকেট। এ ছাড়া ১৫ ওয়ানডেতে ৩৩০ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ভিসে। আইপিএলের পাশাপাশি পিএসএল, বিপিএল ও সিপিএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball