promotional_ad

তানজিমের চোখে ব্যাটার শান্ত পরিশ্রমী, অধিনায়ক হিসেবে অনুপ্রেরণাদায়ী

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সেই বাজে ফর্ম অব্যাহত আছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ৩ ইনিংসে ব্যাট করে মোটে ২২ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি ২৩ রানের।


যদিও এই বিশ্ব আসরে অধিনায়ক হিসেবে মুগ্ধ করেছেন তিনি। বিশেষ করে প্রতিটি ম্যাচেই তার বোলিং পরিবর্তন ফিল্ডিং সেটআপ নজর কেড়েছে সবার। প্রতিটি ম্যাচেই শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে মাঠে নিজের দায়িত্ব পালন করেছেন শান্ত।


promotional_ad

ব্যাট হাতে বাজে সময় পাড় করলেও শান্তর পরিশ্রম নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। টাইগার পেসার তানজিম হাসান সাকিবের কাছে বাংলাদেশ দলের অন্যতম পরিশ্রমী ক্রিকেটার শান্ত। তিনি আশাবাদী দ্রুতই রানের ধারায় ফিরবেন অধিনায়ক।


নেপালের বিপক্ষে ম্যাচের আগে তানজিম বলেছেন, 'শান্ত ভাই খুবই পরিশ্রম করছে অনুশীলনে। নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য। তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ। আমাদের জাতীয় দলে কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। তিনি খুবই ডেডিকেটেড ও প্যাশনেট একজন মানুষ। ঘুরে দাঁড়ানোর জন্য তিনি খুবই চেষ্টা করছেন।'


অধিনায়ক হিসেবে শান্ত বেশ পরিপক্ক সেটা বেশ আগেই টের পাওয়া গেছে। শান্তর অধীনে ঘরের মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে টাইগাররা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।


যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ফলে সমালোচনার মুখে পড়তে হয় শান্তকে। অবশ্য বিশ্বকাপেই ভিন্ন শান্তকে দেখা গেছে। নেতৃত্ব দিয়ে দলকে প্রায় সুপার এইটে নিয়ে গেছেন তিনি। তানজিম জানিয়েছেন শান্ত সবাইকে আগলে রাখেন। এ কারণেই সবাই তাকে খুব পছন্দ করে।


এ প্রসঙ্গে তানজিম বলেন, 'অধিনায়ক হিসেবে তিনি খুবই সাপোর্টিভ। আমরা সবাই তাকে প্রশংসা করি। আমাদের সবার অনেক ভালো লাগে তার অধিনায়কত্ব। সবাইকে খুব আগলে ও গুছিয়ে রাখেন মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায়। এটা তার খুব একটা ভালো দিক আমি বলব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball