promotional_ad

‘বিশ্বকাপে কোহলির চেয়ে উমর আকমল ভালো’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়েছে থাকে বিরাট কোহলিকে। ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে তুলনা করা হয়ে থাকে বাবর আজমকে। পাকিস্তানের অন্য কোন ক্রিকেটার কোহলির ধারেকাছে আছেন বলতে শোনা যায়নি। তবে কামরান আকমল দাবি করলেন একটু অন্যভাবে। তার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির চেয়ে উমর আকমল ক্রিকেটার।


টেস্ট এবং ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিয়মিতিই খেলেন কোহলি। এখন পর্যন্ত ভারতের হয়ে ১২০ টি-টোয়েন্টির ১১২ ইনিংসে ৪ হাজার ৪২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৪৯.৯০ গড়ে রান তোলা কোহলি ব্যাটিং করেছেন ১৩৭.৯০ স্ট্রাইক রেটে। এক সেঞ্চুরি করা কোহলি হাফ সেঞ্চুরি করেছেন ৩৭টি।



promotional_ad

ভারত এই ব্যাটার এখনও জাতীয় দলের জার্সিতে খেললেও উমর পাকিস্ত??নের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালের অক্টোবরে, শ্রীলঙ্কার বিপক্ষে। এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৮৪ টি-টোয়েন্টিতে ২৬ গড় ও ১২২.৭৩ স্ট্রাইক রেটে ১ হাজার ৬৯০ রান করেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোন সেঞ্চুরি না পাওয়া উমরের পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে মাত্র ৮টি।


টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলা কোহলি ৬৭.৪১ গড় ও ১৩০.৫২ স্ট্রাইক রেটে ১ হাজার ১৪৬ রান করেছেন। ২০ ওভারের বিশ্বকাপে ভারতের এই ব্যাটারের চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। এদিকে ২০ টি-টোয়েন্টি খেলা উমর ৩৪.৭১ গড় ও ১৩২.৪২ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করেছেন। কোহলি যেখানে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেছেন সেখানে উমরের ব্যাট থেকে এসেছে ৯৪ রান।


ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাশাপাশি স্ট্রাইক রেটে একটুখানি এগিয়ে উমর। যদিও বলার মতো তেমন কিছুই নয়। এই দুটি কারণেই উমরকে কোহলির চেয়ে ভালো বলেছেন কামরান। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলিরা যে ধরনের প্রমোশন পান সেটা তারা পাননি। উমরের মতো পারফরম্যান্স ভারতের কারও থাকলে এতক্ষণে ঝড় বয়ে যেতো বলে মনে করেন কামরান। যদিও পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটার শিকার করেছেন, কোহলির ধারেকাছে নেই উমর।



পাকিস্তানের একটি স্থানীয় টেলিভিশনে আলোচনা করতে গিয়ে কামরান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির চেয়ে উমরের পরিসংখ্যান ভালো। যখন আপনি পারফরম্যান্স নিয়ে কথা বলবেন তখন অবশ্য উমর তার ধারেকাছে নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির চেয়ে উমরের স্ট্রাইক রেট এবং সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ভালো।’


তিনি আরও যোগ করেন, ‘দেখুন, আমাদের পিআর কোম্পানি নেই, আমরা আমাদের পরিসংখ্যান এবং পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি না। একবার ভেবে দেখুন, যদি এই পরিসংখ্যান তাদের ১৫ জনের মাঝে কারও থাকত তাহলে একটা বড়সড় ঝড় বয়ে যেতো। আমি অবাক হবো না যদি তারা কোহলিকে কটুক্তি করতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball