promotional_ad

ঘুরে দাঁড়াবেন সাকিব, বিশ্বাস তামিমের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোখের সমস্যা সামনে আসার পর থেকেই সাকিব আল হাসানের পারফরম্যান্সে ভাটা পড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। যেখানে একশর কম স্ট্রাইক রেটে মাত্র ৬৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে সবশেষ ১৯ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারেননি তিনি। সাকিবের অফ ফর্ম বজায় আছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও।


শ্রীলঙ্কার বিপক্ষে ৮ করা সাকিবের ব্যাট থেকে সাউথ আফ্রিকার ম্যাচে এসেছে মাত্র ৩ রান। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফিরে গিয়ে বরং বাংলাদেশকে আরও বিপদে ফেলেছেন। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সময়টা একেবারে ভালো যাচ্ছে না তার। এবছর ৭ ম্যাচে বোলিং করে মাত্র ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচেই নিয়েছিলেন চারটি উইকেট। অর্থাৎ বাকি ৫ ম্যাচে সাকিবের শিকার মাত্র দুটি উইকেট।



promotional_ad

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বোলিং করেছিলেন মাত্র এক ওভার। দুই ম্যাচ মিলে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটের দেখা পাননি সাকিবকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন ফর্ম ভাবিয়ে তুলছে সবাইকে।


যদিও তামিম ইকবাল বিশ্বাস করেন, দলের হয়ে অবদান রাখার জন্য ঠিকই উপায় খুঁজে বের করে নেবেন সাকিব। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে তামিম বলেন, ‘সে (সাকিব) এরকম সময় আগেও তার ক্যারিয়ারে দেখেছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমি মোটামুটি নিশ্চিত সে খারাপ সময় থেকে ভালোভাবে বেরিয়ে আসবে।’


‘সে বাংলাদেশের জন্য খুব বড় ক্রিকেটার এবং অনেক ভালো জিনিস করেছে। অনেক অর্জন করেছে ব্যক্তিগতভাবে। শেষ এক বছরে সে অত বেশি রান করতে পারেনি। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে তার ওপর যে সে ব্যাটে-বলে অবদান রাখার উপায় বের করে নেবে।’



টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১০ বছর পর ক্রিকেট ফেরা সেন্ট ভিনসেন্টে খেলবেন নাজমুল হোসেন শান্তরা। অনেকটা মিরপুরের মতো ধীরগতির উইকেট হওয়ায় সাকিবদের সঙ্গে মিলে যাবে বলে মনে করেন তামিম। বাঁহাতি এই ওপেনার, বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করেছেন।


বাংলাদেশের ম্যাচের উইকেট নিয়ে তামিম বলেন, ‘সেন্ট ভিনসেন্ট ভেন্যু নিয়ে আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে উইকেট বাংলাদেশের সঙ্গে স্যুট করবে কারণ তাদের ভালো স্পিনার আছে। স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে যতটুকু শুনেছি তাতে উইকেট একটু ধীরগতির হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball