promotional_ad

ইংল্যান্ডের বিদায়ের চেয়ে জয় এখনও গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার কাছে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়ার হাতে সুযোগ আছে ইংল্যান্ডকে বিদায় করার। সেই সুযোগ নিতে আপত্তি নেই অস্ট্রেলিয়ার। এমনটাই জানিয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড।


তিনি মনে করেন ইংল্যান্ড ছিটকে গেলে শুধু অস্ট্রেলিয়াই নয় লাভ হবে সবার। ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল মানতে আপত্তি নেই হ্যাজেলউডের। এমনকি তিনি জানিয়েছেন অতীতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভুগেছেও তারা।



promotional_ad

হ্যাজেলউড বলেছেন, 'এই টুর্নামেন্টে কোনো পর্যায়ে আপনাকে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। তারা সম্ভবত নিজেদের দিনে গুটিকয়েক সেরা দলের মধ্যে একটি এবং তাদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা আগে ভুগেছি। তো আমরা যদি তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারি, সেটা আমাদের জন্য বেশ ভালো, তেমনি সম্ভবত বাকি সবার জন্যও।'


'বি' গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে সবার আগে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আর তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের বিপক্ষে অজিরা হেরে গেলেই ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যাবে।


ইংল্যান্ডের বাকি এখনও দুটি ম্যাচ। দুই ম্যাচেই তাদের জয়ের বিকল্প নেই। অবশ্য ইংল্যান্ডের বিদায়ের চেয়ে জয়ের গুরুত্বই এখনও বেশি হ্যাজেলউডের কাছে। তিনি বলেছেন, 'জয় থেকে আত্মবিশ্বাস নেওয়া এবং ভালো করে জেতা, আমার মনে হয় অন্য কোনো দলকে বিদায় করে দেওয়ার চেষ্টার চেয়ে সেটি বেশি গুরুত্বপূর্ণ। (ইংল্যান্ডের) এখনো নিজেদের অনেক কাজ করা বাকি।'



এদিকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্সে' ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করার জন্য অজি ক্রিকেটারদের স্মার্ট প্লের পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, 'বিশ্বকাপ জেতার জন্য সুযোগ থাকলে কোয়ালিটি দলের অগ্রগতি রুখতে পারাটা স্মার্ট প্লে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball