promotional_ad

৩৪ বলে ম্যাচ জিতে সুপার এইটে অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নামিবিয়ার বিপক্ষে জিতলেই সুপার এইটে যাওয়া নিশ্চিত ছিল অস্ট্রেলিয়ার। এমন ম্যাচে অ্যাডাম জাম্পার ঘূর্ণির সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দাপট দেখালেন মার্কাস স্টইনিস, জশ হেজেলউডরাও। কাগজে-কলমে পিছিয়ে থাকা নামিবিয়াও তাই আটকে গেল মাত্র ৭২ রানে। সহজ লক্ষ্য তাড়ায় তাণ্ডব চালালেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৫.৪ ওভারে অর্থাৎ ৩৪ বলে ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা।


অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের জন্য ৭৩ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন দুই ওপেনার ওয়ার্নার এবং হেড। ডেভিড ভিসের করা দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে দুই চারের সঙ্গে একটি ছক্কাও মেরেছেন ওয়ার্নার। যদিও দ্রুত ম্যাচ শেষ করার আশায় আক্রমণাত্বক ব্যাটিং করতে গিয়ে পরের বলেই আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার।


promotional_ad

ভিসের অফ স্টাম্পের বাইরের বলে মিড অফে ক্যাচ দিয়েছেন রুবেন ট্রাম্পেলম্যানের হাতে। দারুণ শুরু করা ওয়ার্নারকে ফিরতে হয় ৮ বলে ২০ রানের ইনিংস খেলে। ওয়ার্নার ফিরলেও রান তোলার গতি থামাননি হেড ও অধিনায়ক মার্শ। তৃতীয় ওভারের প্রথম তিনে বলে ওয়ার্নারের মতো দুটি চার ও একটি ছক্কা মেরেছেন হেড। বেন সিকোঙ্গোর সেই ওভার থেকে এসেছে ১৯ রান।


শেষ ৮ বলে পাঁচটি চার ও একটি ছক্কা মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন হেড ও মার্শ। দারুণ ব্যাটিং করা ওপেনার হেড অপরাজিত ছিলেন ২০০ স্ট্রাইক রেটে ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে। তাকে সঙ্গ দেয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক অপরাজিত ছিলেন ৯ বলে ১৮ রানে। ৯ উইকেটের বড় জয় দিয়ে তাই ‘বি’ গ্রুপ থেকে সবার সুপার এইটে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে অজিদের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে নামিবিয়ার।


এদিন পাওয়ার প্লেতে রান তোলার দিক থেকে দুই দলের মাঝে বেশ ফারাক ছিল। আগে ব্যাটিং করা নামিবিয়া ৩ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান তোলে। বিপরীতে অস্ট্রেলিয়া পাওয়ার প্লের ২ বল বাকি থাকতেই এক উইকেট হারিয়ে তুলেছে ৭৪ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে দুই দলের রানের মাঝে এটিই সবচেয়ে বড় ব্যবধানের ম্যাচ। এদিকে পাওয়ার প্লেতে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানও তুলেছে অজিরা।


এর আগে চলতি বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ৭২ রান করেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ (৮৬ বল)। এর আগে ২০১৪ সালে ৯০ বল বাকি থাকতে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা।


অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নামিবিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক জেরার্ড এরাসমাস। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান এসেছে মাইকেল ফন লিনগেনের ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। অজিদের হয়ে ১২ রানে ৪ উইকেট নিয়েছেন জাম্পা। দুটি করে উইকেট শিকার করেছেন হেজেলউড ও স্টইনিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball