promotional_ad

কখনো মনে হয়নি এই ম্যাচ হারতে পারি: হৃদয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ৪ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১১৩ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। এই লো স্কোরিং ম্যাচেই জমেছে রোমাঞ্চ। জয়ের এতো কাছে গিয়েও এমন হার অবিশ্বাস্য মনে হচ্ছে তাওহীদ হৃদয়ের।


ম্যাচের নিয়ন্ত্রণ শেষ মুহূর্ত পর্যন্ত ছিল বাংলাদেশেরই। ১৭তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৪ রান। উইকেটে ছিলেন হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ বলে প্রয়োজন ছিল ২০ রানের। সেখান থেকে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১১ রানের। এই রানই নিতে পারেনি বাংলাদেশ।



promotional_ad

হারের পর আক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে হৃদয় বলেছেন, 'কখনো মনে হয়নি এই ম্যাচ হারতে পারি। যেটা বললাম আমি যদি খেলাটা শেষ করতাম তাহলে দলের চিত্রটা ভিন্ন হতো। ঠিকাছে এখান থেকে অনেক কিছু শেখার আছে।'


এই ম্যাচে ৩৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন হৃদয়। তিনি আউট হয়েছেন আম্পায়ার্স কলের কারণে। কাগিসো রাবাদার বলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন হৃদয়। তবে ব্যাটে লাগাতে পারেননি। বল আঘাত হানে তার প্যাডে। সঙ্গে সঙ্গেই আঙুল তুলে দেন আম্পায়ার। 


হৃদয় সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন। রিভিউতে দেখা যায়। বলে লাইন ও ইমপ্যাক্ট ঠিক থাকলেও অল্পের জন্য বল স্টাম্প ছেড়ে বেরিয়ে যায়নি। ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন থার্ড আম্পায়ার। হৃদয় মনে করেন তার আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট।



হৃদয় বলেছেন, 'আমার মনে হয় আমার আউট টার্নিং পয়েন্ট। আমি যদি ওখানে খেলা শেষ করতাম তাহলে হারতাম না। তারা তো (শান্ত-সাকিব) অনেক আগেই হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত ছিলাম। আজকের খেলা আমি পারতাম জেতাতে, পারিনি।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হৃদয়। নিজের পারফরম্যান্সের রহস্য খোলাসা করে তিনি বলেছেন, 'আমি যখন ব্যাটিং করি তখন আমার লক্ষ্য থাকে ইন্টেন্টের সঙ্গে ব্যাটিং করবো। রানের খেলা, মাথায় পরিকল্পনাই থাকে কিভাবে রান করতে পারি পরিস্থিতি যেমনই হোক। কিছু সময় কঠিন পরিস্থিতির মোকাবেলা করবো, ম্যাচের চাহিদা অনুযায়ী চেষ্টা করি বাস্তবায়ন করার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball