promotional_ad

সময় এসেছে কোচকে রেখে, পুরো দলে পরিবর্তন আনার: ওয়াসিম আকরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে পাকিস্তান। এর ফলে টানা দুই ম্যাচে হেরে সুপার এইটের দৌড় থেকে পিছিয়ে পড়ছে বাবর আজমের দল। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে।


পাকিস্তানের এমন ব্যর্থতার পর ফখর জামান, মোহাম্মদ রিজওয়ানদের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে আসার কারণে তাদের ধুয়ে দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে ১১৯ রান তাড়ায় ৬ রানে হেরেছে পাকিস্তান।



promotional_ad

এক সময় মনে হচ্ছিল বেশ স্বাচ্ছন্দ্যেই জিতবে পাকিস্তান। শেষ পর্যন্ত তারা ১১৩ রান পর্যন্ত যেতে পারে?? শেষ ৩৬ বলে তাদের প্রয়োজন ছিল ৪০ রান। হাতে ছিল ৭ উইকেট। এরপর জসপ্রিত বুমরাহর তোপে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার।


ম্যাচ শেষে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ফখর-রিজওয়ানদের ‘গেম ওয়ারনেস’ নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাচের ওই মুহূর্তে বুমরাহর মতো বিশ্বমানের বোলারকে শট খেলার সিদ্ধান্ত নেয়া ছিল নির্বোধের মতো কাজ। তাকে সাবধানতার সঙ্গে মোকাবেলা করা উচিত ছিল বলে মনে করেন ওয়াসিম।


তিনি বলেছেন, 'তারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে, আমি তাদের শেখাতে পারি না। রিজওয়ানের ম্যাচ সচেতনতা নেই। তার জানা উচিত ছিল যে বুমরাহকে উইকেট নেওয়ার জন্য বল দেওয়া হয়েছিল এবং বুদ্ধিমানের কাজ হলো, তার ডেলিভারিগুলো সাবধানতার সঙ্গে খেলা। কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে উইকেট হারায়।'



পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াসিম। তিনি জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা বেশ ভালো করেই জানেন তারা বাজে খেললে কোচ বরখাস্ত হবে। তাদের কিছুই হবে না। এখন কোচকে রেখে খেলোয়াড়দের সময় এসেছে বলেই মনে করেন এই কিংবদন্তী পেসার।


ওয়াসিম বলেন, 'ইফতিখার আহমেদ লেগ সাইডে একটা শটই খেলতে জানে। সে বছরের পর বছর ধরে দলের অংশ, কিন্তু কীভাবে ব্যাট করতে হয় তা জানে না। আমি গিয়ে ফাখার জামানকে ম্যাচ সচেতনতার কথা বলতে পারব না। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেন, তারা ভালো পারফর্ম করতে না পারলে কোচদের বরখাস্ত করা হবে, তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচ ধরে রেখে পুরো দলে পরিবর্তন আনার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball