promotional_ad

১২০ শতাংশ দেয়া শান্ত আরও সহজ জয় আশা করেছিলেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পরও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন না সমর্থকরা। কাগজে-কলমে দুর্বল দলের বিপক্ষেও বড় রান করতে না পারায় সমালোচনা হয়েছিল বেশ। সবচেয়ে বড় ঝামেলাটা বাঁধে যুক্তরাষ্ট্র সফরে। প্রথমবারের মতো তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হোঁচট খায় নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও লড়াই করতে পারেনি।


সাম্প্রতিক সময়ে ভালো করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে ঘিরে ব্যাপকহারে সমালোচনা হয়েছে। পারফরম্যান্সে খুশি হতে না পারায় সমর্থকরা বাংলাদেশকে ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ নামও দিয়েছেন। এদিকে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর আগে অনুশীলন নিয়েও তোপের মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসান, লিটন দাসদের। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা করেছেন কম মানুষই।



promotional_ad

যদিও লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপের মিশনটা বেশ ভালোভাবেই শুরু করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ম্যাচ জেতার জন্য তারা নিজেদের ১২০ শতাংশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠে প্রত্যেকের খেলার ধরন দুর্দান্ত ছিল। আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং ফিল্ডাররা তাদের কাজ করছে।’


মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদের হোসেন দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে দেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি টাইগারদের। দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ফেরার পরও সুবিধা করতে পারেননি অধিনায়ক শান্তও। তবে বাংলাদেশকে পথ দেখিয়েছেন লিটন ও তাওহীদ হৃদয়।


ব্যাটিংয়ে তাদের দুজনের কল্যাণেই জয়ের ভিত গড়ে তারা। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। হৃদয় ও লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করা শান্ত মনে করেন, বাংলাদেশের আরও সহজে জেতা উচিত ছিল। প্রশংসায় ভাসিয়েছেন বোলারদেরও।



শান্ত বলেন, ‘আমি মনে করি, তারা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু এই ধরনের উইকেটে আমাদের সহজেই জেতা উচিত ছিল। লিটনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সে কিছুটা সংগ্রাম করছে। কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। আমার মনে হয় সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। সে যেভাবে ওভার খেলেছিল তা সত্যিই আমাদের সাহায্য করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball