promotional_ad

ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্কটল্যান্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ছোটো দলগুলোও দারুণ চমক নিয়ে হাজির হয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে গিয়ে হাঁসফাঁস করেছে ওয়েস্ট ইন্ডিজও।


যদিও ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরত্যক্ত হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল দুই দলকে। স্কটিশরা নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে তারা।


গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ওমানের মোকাবেলা করবে স্কটল্যান্ড। গ্রুপ পর্বের খেলা শেষেও নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তারা। বৃহস্পতিবার ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জিতেছে স্কটল্যান্ড।



promotional_ad

নামিবিয়ার বিপক্শুষে জয়ের পর মিচেল লিস্ক বলেছেন, 'আমাদের দুর্দান্ত স্কোয়াড রয়েছে। এটি বিস্ময়ের কিছু নয় (টেবিলের শীর্ষে থাকা)। অন্য কারও জন্য চমক জাগানিয়া হতে পারে। ইংল্যান্ড হয়তো বলবে সেদিন আমাদের ১০ ওভারে ৯০ রান করা তাদের জন্য চমক ছিল। তবে আমি এতে অবাক হইনি। এই দলের গভীরতা দারুণ।'


স্কটল্যান্ড দলে আছেন একাধিক দেশের ক্রিকেটার। তারা বেশ কিছুদিন ধরেই একসঙ্গে খেলছেন। ফলে নিজেদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। এবারের বিশ্বকাপে দারুণ শুরু পাওয়ার পর শেষ দুই ম্যাচে ভালো করাই লক্ষ্য স্কটিশদের।


নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে লিস্ক আরও বলেছেন, 'আমরা কয়েকজন বেশ কয়েক বছর ধরে একসঙ্গে খেলছি। কিছু তরুণ প্রতিভাও যুক্ত হয়েছে এখন। তাই আমরা একদমই অবাক হইনি যে আমরা এখন এই (শীর্ষে) অবস্থানে আছি। আমাদের সামনে আরও বড় দুটি ম্যাচ আছে। সেগুলো শেষে আমরা কেন গ্রুপের শীর্ষে থাকতে পারব না!'


বাস্তবতাও মাথায় আছে লিস্কের। কারণ শেষ দুই ম্যাচে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এই শেষ দুই ম্যাচকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে স্কটল্যান্ড। বিশেষ করে ওমানের বিপক্ষে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দলটি।



লিস্কের ভাষ্য, 'শেষ দুই ম্যাচ আমাদেরকে টেবিলের তলানিতেও ফেলে দিতে পারে। এখনও ৮০ ওভারের খেলা বাকি আছে। এরসঙ্গে অন্যান্য দলগুলোও আরও অনেক কিছু করবে। রোববারে আমাদের ওমানের বিপক্ষে বড় ম্যাচ। এরপর আমরা আবার সামনে তাকাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball