promotional_ad

আবেগে গা ভাসাচ্ছে না যুক্তরাষ্ট্র, কান দিতে চায় না লোকের কথায়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখাতেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী দল হলেও ক্রিকেটে এখনও আনকোরাই ধরা হয় যুক্তরাষ্ট্রকে। এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা।


পাকিস্তানকে হারানোর পর রীতিমতো উড়ছে যুক্তরাষ্ট্র। গত বিশ্বকাপের রানার্স আপ ছিল পাকিস্তান। তাদের বিপক্ষে জয়টি যুক্তরাষ্ট্রের ক্রিকেটের নতুন দুয়ার খুলে দেবে বলে বিশ্বাস দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের। তিনি অবশ্য জানিয়েছেন সুপার ওভারের আগেই তাদের ম্যাচটি জেতা উচিত ছিল।



promotional_ad

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের অধিনায়ক বলেছেন, ‘আমি আউট হওয়ার সময়ও ম্যাচে ছিলাম। আমার মনে হয়েছে ম্যাচটি শেষ করা উচিত ছিল আমাদেরই, সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। তবে হ্যাঁ, বিশেষ করে সুপার ওভারে যেভাবে আমরা স্নায়ু ধরে রেখেছি, ১৮ রান করেছি—এটি আমাদের এগিয়ে দিয়েছে।’


পাকিস্তানের বিপক্ষে জয়ের পর মনের ভাব প্রকাশ করে মোনাঙ্ক আরও বলেছেন, ‘জয়ে খুশি। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলা এবং তাদের হারানো—আমাদের দলের অবিশ্বাস্য পারফরম্যান্স। পাকিস্তানকে বিশ্বকাপে হারানো বড় অর্জন। আমি বলব যুক্তরাষ্ট্র দলের জন্য এটা বড় দিন। শুধু যুক্তরাষ্ট্র (দল) নয়, যুক্তরাষ্ট্রের ক্রিকেট সম্প্রদায়ের জন্যও।’


এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরেছিল তারা। যদিও বাবর আজম, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি মিলে পাকিস্তানকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন। যদিও নির্ধারিত ২০ ওভার যুক্তরাষ্ট্র ১৫৯ রানেই থামে পাকিস্তানি বোলারদের আঁটসাঁট বোলিংয়ে।



এরপর সুপার ওভারে পাকিস্তানকে ১৯ রানের লক্ষ্য দিয়ে জিতে যায়। অনেকেই যুক্তরাষ্ট্রের এই জয়কে ফ্লুক বা অঘটন আখ্যা দিচ্ছেন। মোনাঙ্ক জানিয়েছেন তারা এসব কানে নিতে চান না। পাকিস্তানকে হারিয়ে দিলেও মাটিতেই পা রাখছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। জানালেন আবেগে গা ভাসাচ্ছেন না তারা।


তিনি বলেন, ‘লোকে কী বলছে তা নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা জানি আমরা কী করেছি, আমাদের সামর্থ্য কতটুকু। ফলে আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই নজর দিই। নিজেদের আবেগের খুব একটা ওঠানামা হতে দিই না। এ জয় যা-ই হোক না কেন, আমরা আজ উপভোগ করব এবং পরের দিন আবার ফুরফুরে হয়ে ফিরব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball