promotional_ad

সাকিবের পর মেজর লিগে খেলবেন কামিন্সও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপে জিতিয়ে এক বছর পর আইপিএলে ফিরেছিলেন প্যাট কামিন্স। নিজের বোলিং পারফরম্যান্সের সঙ্গে পুরো বিশ্বকাপ জুড়ে অধিনায়কত্বেও কারিশমা দেখিয়েছিলেন তিনি। এক বছরে দুটি আইসিসি শিরোপা জেতায় কামিন্সকে নিয়ে আগ্রহ থাকাটা স্বাভাবিকই ছিল। তবে আইপিএলের নিলামে তাকে পেতে যা হয়েছিল তা একেবারে অবিশ্বাস্য।


দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপিতে অজি অধিনায়ককে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্সের মতো একজন পেসারকে এত দামে কিনে নেয়ায় বেশ সমালোচনার মুখেই পড়তে হয়েছিল হায়দরাবাদের সিইও কাব্য মারানকে। যদিও মাঠের ক্রিকেটে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন কামিন্স। গত মৌসুমে সেরা চারে উঠতে না পারা দলটি কামিন্সের অধিনায়কত্বে খেলেছে ফাইনাল।



promotional_ad

যদিও কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছে তাদের। আইপিএলে ভালো করায় মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার অধিনায়ককে দেখা যেতে পারে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের জার্সিতে। অ্যারন ফিঞ্চ অবসর নেয়ার কারণে দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব নিতে পারেন কামিন্স।


অস্ট্রেলিয়ান সতীর্থ ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, স্পেন্সার জনসন, স্টিভ স্মিথ এবং জেইক-ফ্রেজার-ম্যাকগার্কের মতো তিনিও এবার মেজর লিগ ক্রিকেটে খেলবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই পর্দা উঠবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর। ৫ জুন প্রথম দিনেই মাঠে গড়াবে দুই ম্যাচ।


যেখানে বর্তমান চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলবে সিটল ওরকাস। একই দিনে টেক্সাস সুপার কিংসের সঙ্গে খেলবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। অর্থাৎ টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছেন সাকিব আল হাসান। কামিন্সের মতো এবারই প্রথম মেজর লিগ ক্রিকেটে খেলবেন সাকিব।



তার সতীর্থ হিসেবে থাকছেন কলকাতা নাইট রাইডার্সে একই সঙ্গে খেলা সুনীল নারিন, আন্দ্রে রাসেল। এ ছাড়া জেসন রয়, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা এবং ডেভিড মিলার। যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলবেন আলী খান, উন্মুখ চাঁদ, নীতিশ কুমার, সাইফ বাদর এবং শ্যাডলি ফন শালকভিকদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball