promotional_ad

ওমানের বিপক্ষেও বোলিং করবেন না মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নামিবিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং করবেন না এমনটা আগেই নিশ্চিত করেছিলেন মিচেল মার্শ। বিশ্বকাপ শুরু আগে খেলা প্রস্তুতি ম্যাচে হয়েও তাই। এবার ৬ জুন ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও বোলিং করবেন না মার্শ। বোলিংয়ের জন্য পুরোপুরি ফিট না হয়ে ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করছেন দলটির প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।


দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মার্শ। হ্যামস্ট্রিংয়ে চোট সারাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মেডিকেল স্টাফদের দ্বারস্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ঝুঁকি থাকায় তাদের পরামর্শে গত ১২ এপ্রিল দেশে ফিরে যান এই অলরাউন্ডার। এরপর পুনবার্সন প্রক্রিয়ার মাধ্যমে চোট থেকে সেরে ওঠার চেষ্টা করেছেন মার্শ। চোট থেকে প্রায় অনেকটা সেরেও উঠেছেন তিনি।



promotional_ad

ব্যাট হাতে দেখা গেলেও এখনও বল হাতে ফেরেননি ৩২ বছর বয়সী এই তারকা। নামিবিয়ার বিপক্ষে ১৮ রান করা ডানহাতি এই ব্যাটার ফিল্ডিং করেননি এক ওভারও। পরের ম্যাচে অবশ কয়েক ওভারের জন্য ফিল্ডিংয়ে নেমেছিলেন। যদিও বোলিং করতে দেখা যায়নি তাকে। আইপিএল খেলা ৬ জন বিশ্রামে থাকায় এদিন বোলিং করেছেন টিম ডেভিড। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার হয়ে ফিল্ডিং করেছেন কোচিং স্টাফের সদস্যরা।


এমন অবস্থায় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব সামলেছেন ম্যাথু ওয়েড। এখনও বোলিংয়ে ফিরতে না পারায় মার্শ কবে নাগাদ বল হাতে নেবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওমানের বিপক্ষে যে তারকা এই অলরাউন্ডার শুধুমাত্র ব্যাটারের ভূমিকায় খেলবেন সেটা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ।


এ প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ‘মিচের (মিচেল মার্শ) জন্য প্রস্তুতি ম্যাচগুলো ছিল এমন তার শরীর কোন অবস্থায় আছে সেটা দেখা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সে বেশ কয়েক ওভার ফিল্ডিং করেছে। সে অনায়াসে নাড়াচাড়া করতে পেরেছে। সে আস্তে আস্তে আত্মবিশ্বাস পাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে সে প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত। দ্বিতীয় যে বিষয় সেটা হলো সে কখন আবারও বোলিংয়ে ফিরবে। প্রথম ম্যাচে এটা হবে না সেটা নিশ্চিত।’



দুই মাসের বেশি সময় আইপিএল খেলায় মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টইনিসদের বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষেও পাওয়া যায়নি তাদের। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা ৬ জন। এটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল বলে জানান অজি কোচ।


ম্যাকডোনাল্ড বলেন, ‘এটা আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল যে আইপিএল থেকে ফেরার পর আমরা তাদের কবে নাগাদ পাবো। আমরা আগে থেকেই জানতাম আগামী মাসের শুরুর দিকে ছাড়া পুরো স্কোয়াডকে একসঙ্গে পাবো না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball