promotional_ad

মেজর লিগ ক্রিকেটে সাকিবের দলে মিলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে খেললেও মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) নাইট রাইডার্স পরিবারের সঙ্গে যুক্ত হলেন ডেভিড মিলার। ২০২৪ মৌসুমের জন্য সাউথ আফ্রিকার বিধ্বংসী এই ব্যাটারকে দলে টেনেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


সরাসরি সাইনিংয়ে মিলারের আগে অবশ্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লস অ্যাঞ্জেলস। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এমএলসি টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও নাইট রাইডার্স পরিবারের সঙ্গে এবারই প্রথম যুক্ত হচ্ছেন না তিনি।



promotional_ad

এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ কয়েকটি মৌসুমে খেলেছেন সাকিব। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতার সদস্যও ছিলেন তারকা এই অলরাউন্ডার। এবার এমএলসিতে খেলবেন তাদেরই আরেক দল লস অ্যাঞ্জেলসের হয়ে। সবশেষ মৌসুমে দল হিসেবে ভালো করতে পারেনি তারা।


বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বড় বড় তারকা থাকার পরও পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করেছিল লস অ্যাঞ্জেলস। এবার অবশ্য শিরোপা জিততে চায় দলটি। যে কারণে নতুন মৌসুমের আগে সাকিব কিংবা মিলারের মতো তারকা ক্রিকেটারদের দলে নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


এদিকে গত মৌসুমের দল থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেনসার জনসন এবং অ্যাডাম জাম্পাকে। স্থানীয় ক্রিকেটার হিসেবে এবারও লস অ্যাঞ্জেলসের হয়ে খেলতে দেখা যাবে আলী খান, উন্মুখ চাঁদ, নীতিশ কুমার, সাইফ বাদর এবং শ্যাডলি ফন শালকভিকদের।



এ ছাড়া ডেরন ডেভিস, আদিত্য গণেশ, ম্যাথু টর্ম, কর্ন ড্রাইদেরও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ৫ জুলাই থেকে পর্দা উঠবে এমএলসির দ্বিতীয় আসরের। এদিকে কদিন আগে আইসিসির লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে টেস্ট খেলুড়ে না হয়েও এমন স্বীকৃতি পেয়েছে।


লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স- সাকিব আল হাসান, ডেভিড মিলার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা, আলী খান, উন্মুখ চাঁদ, ডেরন ডেভিস, আদিত্য গণেশ, ম্যাথু টর্ম, কর্ন ড্রাই, নীতিশ কুমার, সাইফ বাদর এবং শ্যাডলি ফন শালকভিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball