promotional_ad

আমরা চাইলে বিশ্বকাপে যেকোনো দলকে হারাতে পারি: তানজিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও

২০ ফেব্রুয়ারি ২৫
তাসকিন আহমেদের (ডানে) সঙ্গে উইকেট উদযাপনে নাজমুল হোসেন শান্ত (বামে), ফাইল ফটো

এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী এই পেসার। বাংলাদেশ যে কাউকেই হারিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।


বাংলাদেশের হয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিম। বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস তাই তার মধ্যে একটু বেশিই কাজ করছে। এ কারণে জাতীয় দলেও দাপটের সঙ্গে এগিয়ে যেতে চান তিনি।



promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশিত ভিডিও বার্তায় নিজের বিশ্বকাপ খেলা নিয়ে বলেন, ‘এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব

১০ ঘন্টা আগে
বিপিএলে ভিন্ন বরিশালের হয়ে তামিম এবং রংপুরের হয়ে খেলেছেন সাকিব

দল নিয়ে তিনি বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’


জাতীয় দলে তানজিমের প্রিয় ব্যাটার তাওহীদ হৃদয়। তার ব্যাটিংয়ের ধরন মুগ্ধ করে তানজিমকে। এমনকি নেটে যখন তিনি হৃদয়ের বিপক্ষে বোলিং করেন, তখনও সেটা উপভোগ করেন। এ ছাড়া সাকিব আল হাসানের কঠোর মানসিকতাও অনুসরণ করেন তানজিদ।



তিনি আরও বলেন, 'তাওহীদ হৃদয় আমার ফেভারিট ব্যাটসম্যান। আমি সব সময় তার ব্যাটিং এনজয় করি। তার হিটিং আমার খুব ভালো লাগে। নেটে আমি যখন তাকে বল করি আমার ভালো লাগে কারণ, তার এবং আমার মধ্যে চ্যালেঞ্জিং ভাব কাজ করে। আমি বলি ছয় মারেন ছয় মারেন। সেও চ্যালেঞ্জ নেয়।'


'আমি সাকিব ভাইয়ের মানসিকতাটা নিজের মধ্যে আনার চেষ্টা করবো। যে কোন পরিস্থিতিকে উনি শান্ত ভাবে সামলাতে পারে। এটা খুবই ভালো লাগে আমার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball