promotional_ad

বিশ্বকাপে দেশের জন্য ‘বড় কিছু’ করতে চান জাকের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাকের-হৃদয়ের জুটি থেকে পাকিস্তানকে শিক্ষা নেয়ার পরামর্শ রমিজের

২১ ফেব্রুয়ারি ২৫
ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের ‍জুটি গড়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক, আইসিসি

এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জাকের আলী অনিক। দেশের হয়ে প্রথম কোনো বড় ইভেন্টে খেলতে যাওয়া জাকেরের স্বপ্নও খানিকটা 'বড়'। আসন্ন এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই দলের হয়ে জিততে চান তিনি।


টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু হয় জাকেরের। হ্যাংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলেছিলেন তিনি। তবে মূল জাতীয় দলে তার অভিষেক হয় গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। সিলেটের সেই ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই থেকে টি-টোয়েন্টিতে জাতীয় দলের নিয়মিত মুখে জাকের।



promotional_ad

তিনি বলেন, 'দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার। আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয় আরও ভালো। যখন থেকেই জানি আমি আছি (বিশ্বকাপ দলে) ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করেছি, যে কার সঙ্গে কিভাবে খেলতে হবে। প্রতিপক্ষের সঙ্গে কৌশল কি রকম হওয়া উচিত।'


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব

১১ ঘন্টা আগে
বিপিএলে ভিন্ন বরিশালের হয়ে তামিম এবং রংপুরের হয়ে খেলেছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় তিনি আরও বলেন, 'দল হিসেবে আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ভালো পারফরম্যান্স করব, জিতব। নিজের দেশের জন্য বড় কিছু করব। সব সময় মাথায় আছে যে দেশের জন্য ভালো কিছু করব।'


২০০৭ সাল থেকে ক্রিকেটের প্রতি আগ্রহটা ভালোভাবে জন্মায় জাকেরের। বড় ভাইকে দেখে ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। আগে যা অর্জন করেননি বিশ্বকাপে সেটাই অর্জন করতে চান জাকের।



তিনি বলেন, ২০০৭ থেকে বাংলাদেশের ক্রিকেট ভালোভাবে ফলো করি। তখন থেকেই ইচ্ছে ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবো। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে আমি ক্রিকেটটা ভালোভাবে বুঝি। তখন থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা।


'সবচেয়ে বড় কথা আমার বড় ভাইকে দেখে আমার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ আসে। যখন আমি বাংলাদেশের ক্রিকেট দেখা শুরু করি, ওই সময় আমার ভাইও ক্রিকেট খেলতো। দুই মিলে আমার আরও সাপোর্টটা ভালো এসেছে। অবশ্যই ইচ্ছে থাকবে আগে যা অর্জন করতে পারি নাই এ বছর যেন এমন কিছুই অর্জন করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball