promotional_ad

শাদাবের ভুল কেউ ধরতে পারছেন না, অবাক আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাটে-বলে সেরা ফর্মে নেই শাদাব খান। পাকিস্তান দলে তার জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও বাজে ফর্ম কাটিয়ে উঠতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে হেরেছে পাকিস্তান।


সেই ম্যাচে ৪ ওভারেই ৫৫ রান খরচা করলেও কোনো উইকেট নিতে পারেননি তিনি। এর আগে আয়ারল্যান্ড সিরিজে একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার। সেই ম্যাচে ৫৫ রান খরচ করলেও কোনো উইকেট পাননি শাদাব। সব মিলিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই স্পিনারের।



promotional_ad

শাদাবের এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়াচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরই মধ্যে শাদাবের সঙ্গে তার কথা হয়েছে। এই স্পিন বোলিং অলরাউন্ডারকে জিজ্ঞেস করেছিলেন তাকে কে কোচিং করাচ্ছেন। তারা কী ভুল ধরতে পারছেন না।


আফ্রিদি বলেছেন, 'আমি শুধু চাই শাদাব বল হাতে পারফরম্যান্স করুক। যখন সে বল হাতে পারফর্ম করে পাকিস্তান জেতে। আমি অতীতে তার সব ম্যাচ দেখেছি। গতকালও আমাদের কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি কে তাকে কোচিং করায় অথবা এমন কিছু কী আছে সে করছে না। তুমি কীভাবে এমন ভুল করছ যে কেউ ধরিয়ে দিচ্ছে না।'


আফ্রিদি আশাবাদী দ্রুতই নিজের ভুলত্রুটি সুধরে নেবেন শাদাব। তিনি পরবর্তী ম্যাচগুলোতে এর পার্থক্য দেখতে মুখিয়ে আছেন। পাকিস্তান দলে স্পিন বোলিং কোচ হিসেবে রয়েছেন সাঈদ আজম। শাদাবকে দিক নির্দেশনা দেয়ার জন্য তার প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিদি।



এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'আমি গতকাল তার সঙ্গে কথা বলেছি কারণ সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি সাহায্য করার এবং ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে যারা কঠিন সময় কাটাচ্ছে। একই ভাবে আমি শাদাবের সঙ্গে কথা বলেছি কি ভুল করছে সে এবং আমি আশা করি সে অনুশীলনে ভুলত্রুটি সুধরে নেবে। আপনি এর পার্থক্য দেখতে পাবেন।'


পাকিস্তান দলে একজন বিশেষজ্ঞ লেগ স্পিন কোচেরও শূন্যতা অনুভব করছেন আফ্রিদি। তিনি বলেছেন, 'দলে কী কোনো লেগ স্পিনার কোচ আছে? সাঈদ আজমল আছে কিন্তু সে তো অফ স্পিনার। আজমলের উচিত শাদাবকে নির্দেশনা দেয়া।  কেন সে ভালো করতে পারছে না সেটা জিজ্ঞেস করা উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball