promotional_ad

ভেটরির বাজিতেই ফাইনাল খেলছে হায়দরাবাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়

১৭ এপ্রিল ২৫
বিসিসিআই

শাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে আইপিএলের প্রে-অফে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ। শাহবাজের বোলিং পারফরম্যান্সেই মূলত জিতেছে দলটি। ম্যাচ শেষে তাকে কৃতিত্ব দিচ্ছেন প্যাট কামিন্স। হায়দরাবাদের অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন দলটির মেন্টর ড্যানিয়েল ভেটরিকেও। তার পরামর্শেই শাহবাজকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছে হায়দরাবাদ। সাবেক এই কিউই অলরাউন্ডারের পরামর্শে আরেক অলরাউন্ডার অভিষেক শর্মাকেও ব্যবহার করতে পেরেছেন কামিন্স।


ম্যাচে ট্রাভিস হেডের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন শাহবাজ। ব্যাট হাতে একটি ছক্কায় ১৮ বলে ১৮ রান করেন তিনি। মূলত সেভাবে রান না করলেও হেনরিখ ক্লাসেনকে সঙ্গ দিয়ে অবদান রাখেন তিনি।


promotional_ad

পরে বোলিংতে এসে ২১ বলে ৪২ রান করা ইয়াশভি জায়সাওয়ালকে ফেরান শাহবাজ। এরপর আসরে রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফর্ম করা রিয়ান পরাগকেও (১০ বলে ৬) ফেরান তিনি। একই ওভারে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান তিনি।


আরো পড়ুন

ঘরের মাঠে জয় খরা কাটিয়ে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু

৬ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর জস হ্যাজেলউড

২৩ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এই অলরাউন্ডার। তার সঙ্গে মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করেন অভিষেকও। ২৪ রান খরচায় অভিষেক তুলে নেন সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমিয়ারের উইকেট।


এই দুজনের বোলিং নিয়ে কামিন্স বলেন, 'ওকে (শাহবাজ) নামানোর সিদ্ধান্ত ছিল কোচ (ড্যানিয়েল) ভেটরির। ও বাঁ-হাতি স্পিনারদের ভালোবাসে। কিন্তু অভিষেকের বোলিং ছিল চমকজাগানো। আমি চেয়েছিলাম একজন স্পিনারকে দিয়েই বোলিং করাতে, কিন্তু সে দারুণ বোলিং করেছে। মিডল ওভারে এই দুজনই (অভিষেক এবং শাহবাজ) তাদের বোলিং দিয়ে আমাদের জিতিয়েছে।'


ফাইনাল খেলা নিয়ে কামিন্স আরও বলেন, 'গোটা ফ্র্যাঞ্চাইজ়ির প্রত্যেকে নিশ্চয়ই খুশি। এই দলের সঙ্গে ৬০-৭০ জন যুক্ত। ওদের প্রত্যেকের জন্য ভালো লাগছে। আর একটাই ম্যাচ বাকি। আশা করি সেটাও জিততে পারব। আমরা জানি ব্যাটিংটাই আমাদের শক্তি। কিন্তু নাট্টু (টি নটরাজন), (জয়দেব) উনাদকাট এবং ভুবির (ভুবনেশ্বর কুমার) অভিজ্ঞতাকেও অস্বীকার করা যাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball