promotional_ad

আগামী নিলামে উচ্চমানের দক্ষতা সম্পন্ন বোলার খুঁজবে বেঙ্গালুরু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

১৬ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই

একে একে ১৭ বছর চলে গেল। তবুও আইপিএলের শিরোপা জিততে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের মৌসুমে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিদায় নিলো ফাফ ডু প্লেসি-বিরাট কোহলিদের দলটি। ব্যাটাররা এবার দারুণ পারফর্ম করলেও আলোচনার টেবিলে উঠে এসেছে বেঙ্গালুরুর বোলারদের বাজে পারফরম্যান্স। সামনের আসরে আরও ভালো কয়েকজন বোলার নিলাম থেকে কিনতে চান দলটির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।


প্রথম ৮ ম্যাচের ৭টা হেরে আগেই বিদায়ের কাছে চলে গিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু এরপর টানা ছয়টি ম্যাচ জিতে নাটকীয়তার জন্ম দেয় দলটি। একইসঙ্গে প্লে-অফও নিশ্চিত করে দলটি। এমনকি চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী দলকেও বিদায় করে দেয় কোহলি-ডু প্লেসিদের দল।



promotional_ad

বেঙ্গালুরু দলে বরাবরই বড় মাপের ব্যাটারদের ভিড় দেখা গেছে। এই দলে খেলে গেছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো বড় তারকারাও। সেই তুলনায় দল হিসেবে তেমন ভালো বোলিং ইউনিট তারা কখনোই পায়নি।


জস হ্যাজেলউড, যুবেন্দ্র চাহালরা দলটিতে খেললেও একইসাথে কয়েকজন ভালো বোলার কখনোই দলটি পায়নি। যার কারণে ঘরের মাঠে খুবই বাজে পারফর্ম করে দলটি। এবার বেঙ্গালুরুর পেসাররা চিন্নাস্বামীতে মোট ১৮৫০ রান হজম করেছেন।


এসব নিয়ে আক্ষেপ আছে ফ্লাওয়ারের, 'পরের বছরের নিয়োগ নিয়ে কথা বলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এই ব্যাপারে কথা বলতে চাই না। এই খেলায় কি হলো সেটাই এখনো হজম করার চেষ্টা করছি। আপনার প্রশ্নের একটা উত্তর হতে পারে চেন্নাস্বামীকে কীভাবে ব্যবহার করা যায়। চিন্নাস্বামীতে ভালো করতে উচ্চমানের দক্ষতা সম্পন্ন বোলার লাগবে।'



'সহজভাবে বললে পেস এখানে উত্তর হবে না। আপনার দক্ষতা সম্পন্ন চতুর বোলার দরকার যারা নির্দিষ্ট পরিকল্পনায় চিন্নাস্বামীতে বল করতে পারবে। আমরা সবাই দেখছি পাওয়ার ক্রিকেট টি-টোয়েন্টিতে কতটা প্রভাব ফেলছে। ব্যাটিংয়ের দিক থেকে তো আপনি ব্যাটার নিবেনই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball