ইমপ্যাক্ট প্লেয়ার নয়, ব্যাটার-বোলারদের ভারসাম্য চান কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
১৮ ঘন্টা আগে
বেশ কিছুদিন আগেই আইপিএলের 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম নিয়ে বিরোধিতা করেছিলেন রোহিত শর্মা। তারপর আইপিএলের এই নিয়মের সমালোচনা করেন ডেভিড মিলার, টম মুডি, ঋষভ পান্তরাও। যদিও তাদের সঙ্গে মতের অমিল হয় রবি শাস্ত্রীর। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে কথা বলেন তিনি। এবার এই নিয়মের বিপক্ষে কথা বললেন বিরাট কোহলি। গুরু শাস্ত্রীর সঙ্গে একমত নন, বরঞ্চ রোহিতের মতোই যুক্তি দিলেন তিনি।
কয়েকদিন আগেই জানা গেছে, আইপিএলে এই নিয়ম স্থায়ী হচ্ছে না। আপাতত বাদও দেয়া হচ্ছে না এমন নিয়ম। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানান, এটা নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। যদিও এই নিয়ম বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।
এমন সময়ে 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মের পক্ষে কথা বলেন শাস্ত্রী। যদিও আধুনিক ক্রিকেটে এই নিয়মের ভবিষ্যৎ দেখছেন না কোহলিও। অতিরিক্ত একজন ব্যাটার থাকায় খেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি।

কোহলি বলেন, 'আমি রোহিতের সঙ্গে পুরোপুরি একমত। বিনোদন অবশ্যই খেলার একটা দিক তবে এতে ভারসাম্য আসে না। আমি মনে করি, এটা খেলার ভারসাম্য নষ্ট করছে। অনেক মানুষ এটাই ভাবছে, শুধু আমি নই। সবার দলে তো আর বুমরাহ বা রশিদ খানের মতো বোলার নেই। আমি আপনাকে বলছি, একজন অতিরিক্ত ব্যাটার দলে থাকায় আমি পাওয়ার প্লে'তে দুইশ'র বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলছি। আমি জানি আটে আরেকজন ব্যাটার নামবে।'
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
'আমরা ক্রিকেটের দারুণ এক স্তরে আছি। এটা তো আর মন্তব্যের ভিত্তিতে করা যেতে পারে না। ব্যাটে-বলে দারুণ ভারসাম্যের একটা সৌন্দর্য আছে। জয় শাহ ইতোমধ্যেই এটা নিয়ে রিভিউ করেছে। আমি নিশ্চিত, তারা ম্যাচে ভারসাম্য আনার জন্যে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। ব্যাটার হিসেবে আমি বলতেই পার, এই নিয়মটি দারুণ। তবে চার-ছক্কা মানেই রোমাঞ্চকর ক্রিকেট নয়। আপনি ১৬০ ডিফেন্ড করলেও সেটা রোমাঞ্চকর হবে।'
আইপিএলের চলতি আসরের শুরুর দিকে রোহিত তার যুক্তিতে জানিয়েছিলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ারে'র নিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। কেননা এই নিয়মের কারণে শিভম দুবে বা ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারদের বোলিং করতে হচ্ছে না। এ কারণে বড় আসরগুলোতে অলরাউন্ডারও পাচ্ছে না ভারত।
তার কথায় সহমত প্রকাশ করেন টম মুডিও। ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়মের কারণে ব্যাটিং-বোলিংয়ের ভ??রসাম্য নষ্ট হচ্ছে বলে জানান তিনি। বিসিসিআইকে এই নিয়মটি বন্ধের দাবিও জানান তিনি।
এরপর গুজরাট টাইটান্সের সাউথ আফ্রিকান ব্যাটার মিলারও জানিয়েছেন একই কথা। খেলাটাকে ১১ জনের মধ্যেই রাখার পক্ষে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে আইপিএল আয়োজন করার পক্ষে মতামত দেন তিনি। ঋষভ পান্ত, লোকেশ রাহুলসহ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি সেভাবে সমর্থন করেননি কেউই। তবে খুব বেশি বিরোধিতাও করেননি কেউ।