promotional_ad

শুধু আইপিএল দেখে নির্বাচকরা কাউকে দলে নিতে পারে না: জয় শাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে চলাকালীন বাংলাদেশের বিপক্ষে খেলার সময় চোটে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। যার ফলে লম্বা সময় ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত ছিলেন তারকা এই অলরাউন্ডার। যদিও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এমনিতেও ঘরোয়াতে খুব বেশি ম্যাচ খেলেন না তিনি। এমন অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে অফ ফর্ম। গুজরাট টাইটান্স ছেড়ে নিজের পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে আসার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না হার্দিকের।


রোহিত শর্মার জায়গায় ‍মুম্বাইয়ের অধিনায়ক হওয়া এই অলরাউন্ডার এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র ২০০ রান করেছেন। বোলিংয়ে ডানহাতি এই মিডিয়াম পেসারের শিকার ১১ উইকেট। যেখানে ইকনোমি রেট দশেরও বেশি। এমন পারফরম্যান্সের পরও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গায় পাওয়ায় প্রশ্ন উঠেছে। কদিন আগে ইরফান পাঠান দাবি করেছিলেন, এভাবে কাউকে জাতীয় দলে নেয়াটা বাকিদের ভুল বার্তা দেয়।


এদিকে দৈনিক জাগরণের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় অধিনায়ক রোহিত কিংবা প্রধান নির্বাচক অজিত আগারকারের কেউই হার্দিককে দলে চাননি। অনেকটা চাপের মুখেই নাকি শেষ পর্যন্ত তারকা এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দলে নিয়েছেন তারা। যদিও কে বা কী ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে তা বিস্তারিতভাবে প্রকাশ করেনি তারা। শুধু হার্দিক নয় আরও বেশ কয়েকটি জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে।



promotional_ad

সবশেষ আইপিএলে আলো ছড়িয়ে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন রিংকু সিং। গত আগস্টে অভিষেক হওয়া ২৬ বছর বয়সী এই ব্যাটার ১১ ইনিংসে ৮৯ গড় ও ১৭৬.২৩ স্ট্রাইক রেটে ৩৫৬ রান করেছেন। তবে এবারের আইপিএলে প্রত্যাশা মেটাতে না পারায় সুযোগ মেলেনি রিংকুর। রিজার্ভে থাকলেও বিশ্বকাপ স্কোয়াডে নেই শুভমান গিলও। গুজরাটের হয়ে আহামরী কিছু করে দেখাতে না পারলেও সবশেষ মৌসুমে ছিলেন দুর্দান্ত।


এত সব প্রশ্নের মাঝেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে খুশি জয়। অনেকের দাবি, শুধু আইপিএলের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের দল সাজিয়েছেন নির্বাচকরা। যদিও এমন অভিযোগের সঙ্গে একমত নন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব। জয় শাহ জানিয়েছেন, নির্বাচকরা শুধু আইপিএলের পারফরম্যান্স দেখে কাউকে দলে নিতে পারে না। বরং বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতাও প্রয়োজন আছে।


বিশ্বকাপ দল নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে জয় শাহ বলেন, ‘ফর্ম ও অভিজ্ঞতা অনুযায়ী এটি খুবই ভারসাম্যপূর্ণ দল হয়েছে। নির্বাচকরা শুধু আইপিএলের পারফরম্যান্স দেখে কাউকে দলে নিতে পারে না, বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতাও প্রয়োজন।’


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর মাঠে গড়াতে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি রয়েছে। ইতোমধ্যে সাবেক ক্রিকেটাররা নিজেদের পছন্দের সেরা চার বাছাই করতে শুরু করেছেন। বেশিরভাগ আইসিসির টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই খেলতে নামে ভারত। যে কারণে তাদের বেশিরভাগের সেরা চারের তালিকায় আছে রোহিতের দল। এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে কোন চার দল এমন প্রশ্নের জবাব দিয়েছেন জয় শাহ।



বিসিসিআইয়ের সদস্য সচিবের মতে ভারতের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এ প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এবার সেমিফাইনাল খেলবে। কারণ টি-টোয়েন্টিতে তারা খুবই ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball