promotional_ad

বাবরের কাছে বুমরাহর চেয়ে কামিন্সকে খেলা বেশি কঠিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সময়ের অন্যতম সেরা ব্যাটারদের আলোচনায় প্রায়শই চলে আসে বাবর আজমের নাম। সবশেষ কয়েক বছরে বিরাট কোহলির সঙ্গেও তুলানায় এসেছেন পাকিস্তানের অধিনায়ক। দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার পরিসংখ্যানে ক্রমশই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে এমনকি অনেক সাবেক ক্রিকেটারকেও। প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ১৩ হাজারের বেশি রান।


স্বদেশিদের মাঝে বাবরের উপরে আছেন কেবল ইনজামাম উল হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ এবং জাভেদ মিঁয়াদাদ। কিংবদন্তিদের পাশে থাকা ডানহাতি এই ব্যাটার ৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, জফরা আর্চার, জেমস অ্যান্ডারসনের মতো পেসারদের। বর্তমান সময়ে কঠিনতম বোলার হিসেবে বুমরাহর নাম এলেও বাবরের কাছে খেলতে গিয়ে বেশি বিপাকে পড়েছেন কামিন্সের বিপক্ষে।



promotional_ad

এক অনুষ্ঠানে বাবরের কাছে রমিজ রাজা জানতে চেয়েছিলেন বুমরাহ, স্টার্ক, মার্ক উড এবং কামিন্সদের মাঝে কাকে খেলা বেশি কঠিন। এমন প্রশ্নের জবাবে সবার উপরে পেসার কামিন্সকে রেখেছেন বাবর। ডানহাতি এই ব্যাটারের কঠিন বোলারের তালিকায় দুইয়ে বুমরাহ, তিনে স্টার্ক এবং চারে রয়েছেন উড। অস্ট্রেলিয়ার অধিনায়ককে কেন সবার চেয়ে এগিয়ে রেখেছেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন বাবর।


এ প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘সবশেষ কয়েক বছরে সে যেভাবে নিজের উন্নতি করেছে সেটা দারুণ ব্যাপার। সে আপনাকে বাজে বল দেবে না। সে জানে আমি কিভাবে নির্দিষ্ট জায়গায় বোলিং করে নির্দিষ্ট কোন ব্যাটারের উইকেট নিতে পারি। সে আপনাকে ফাঁদে ফেলবে এবং চ্যালেঞ্জিং সময় দেবে। সে আপনার টেম্পারমেন্টকে চ্যালেঞ্জ জানাবে। যদি সে আপনাকে কখনও বাজে বল দিয়েও ফেলে তাহলে আমার মনে হয় সেটা সে ইচ্ছে করে দেবে।’


‘এজন্য আমি তাকে সবার চেয়ে এগিয়ে রাখি। কারণ সে উইকেট নেয়ার সামর্থ্য রাখে। সে কখনই আপনাকে ধারাবাহিক গতিতে বোলিং করবে না। সে সাধারণত ১৩০-১৩৫ কি.মি গতিতে বোলিং করে থাকেন কিন্তু হুট করেই একটা ডেলিভারি করেন ১৪৫ কি.মি গতিতে। গতিতে বৈচিত্র্য আনার সামর্থ্য আছে তার। তাকে নিয়ে আরেকটা জিনিস হচ্ছে সে বেশিরভাগ সময়ই হার্ড লেংথে বোলিং করে। যদি সে ফুল লেংথে বোলিং করে তাহলে বুঝে নেবেন সেটা ইচ্ছে করেই করেছে।



পরিসংখ্যানেও বুমরাহর চেয়ে কামিন্সের বিপক্ষেই বেশি ভুগতে দেখা গেছে বাবরকে। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেই কেবল বুমরাহর বিপক্ষে খেলার সুযোগ পান পাকিস্তানের অধিনায়ক। এখন পর্যন্ত ওয়ানডেতে তার বিপক্ষে ৩৯ বল খেলে ২৭ রান করলেও ভারতের এই পেসারের বিপক্ষে আউট হননি তিনি।


টি-টোয়েন্টিতে ১০ বলে ১৩ দিলেও বাবরকে আউট করতে পারেননি বুমরাহ। বিপরীতে কামিন্সের বিপক্ষে বেশ কয়েকবার আউট হয়েছেন বাবর। টেস্টে ২৮৮ বলে ১৫৭ রান করতে গিয়ে তিন বার, ওয়ানডেতে ১০৪ বলে ৮৬ রান করে একবার এবং টি-টোয়েন্টিতে ১৪ বলে ১৮ রান করতে গিয়ে বাবর আউট হয়েছেন দুইবার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball