promotional_ad

ক্রিকেট ছাড়লে অনেক দিন আমাকে দেখবেন না: কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ হতে পারে বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ সালে ঘরের মাঠে ২০ ওভারের বিশ্বকাপ খেলবেন এমন নিশ্চয়তা নেই। ক্রিকেটের অন্য দুই সংস্করণে কোহলি কতদিন খেলবেন সেটার নির্দিষ্ট কোন সীমাও নেই। ক্যারিয়ারের একটা সময় এসে বিদায় বলতে সব অ্যাথলেটদেরই। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারও একটা সময় এসে হাঁটবেন একই পথে।


যদিও বয়স ও পারফরম্যান্সে অনায়াসে আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন কোহলি। খেলা ছাড়লেও বেশিরভাগ সাবেক ক্রিকেটার যুক্ত থাকেন ক্রিকেট সম্পর্কিত কাজে। ভারতের সাবেক অধিনায়ক অবশ্য বলছেন একেবারে ভিন্ন কথা। কোহলি জানিয়েছেন অবসর নেয়ার পর অনেক দিনের জন্য সবকিছু থেকে একেবারে আড়ালে চলে যাবেন।



promotional_ad

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রকাশিত এক ভিডিওতে কোহলি বলেন, ‘যত দিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’


আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে কোহলির। এখন পর্যন্ত ১৩ ইনিংসে ব্যাটিং করে ৬৬.১০ গড় এবং ১৫৫.১৬ স্ট্রাইক রেটে ৬৬১ রান করেছেন ডানহাতি এই ওপেনার। ৩৫ বছর বয়সে এসেও তরুণ ক্রিকেটারদের মতোই ভালো করার তাড়নায় মাঠে নামেন কোহলি। মাঠের ক্রিকেটে কোহলির নিবেদন নিয়ে প্রশংসা হয়েছে বারংবার। কদিন আগে তো পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিং করে তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।


লকি ফার্গুসনের করা ইনিংসের ১৪ ওভারের চতুর্থ ডেলিভারিতে লেগ সাইডে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন স্যাম কারান। তখন প্রায় সীমানার কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন কোহলি। প্রায় ২০ মিটার দৌড়ে এসে ডাইভ দিয়ে করা থ্রোতে সরাসরি স্টাম্প ভাঙেন তিনি। রান আউট হয়ে সাজঘরে ফেরেন শশাঙ্ক সিং।



এই বয়সেও ভালো করার জন্য কতটা তাড়না কাজ করে সেটা প্রকাশ পেয়েছে অনুমেয়ভাবেই। প্রতি ম্যাচেই কোহলিকে কিভাবে সেরাটা দেয়ার মোটিভেশন খুঁজে পান তা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন, আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান না বলেই এমন তাড়না এখনও খুঁজে পান তিনি।


কোহলি বলেন, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না। ওহ! ওই দিন যদি ওটা করতাম! কারণ, সারা জীবন তো খেলে যেতে পারব না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়, যেটা আমি নিশ্চিত, ভুগব না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball