promotional_ad

নির্দোষ প্রমাণিত হয়ে বিশ্বকাপ খেলার অপেক্ষায় লামিচানে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নেপাল ক্রিকেটের পোস্টার বয় তকমা পাওয়ার পরও জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই সন্দীপ লামিচানে। ধর্ষণের দায়ে ৮ বছরের কারাদণ্ড পাওয়া তারকা এই লেগ স্পিনারের থাকার কথাও ছিল না। তবে বিশ্বকাপের দল দেয়ার কয়েক দিন পরই কপাল খুলতে যাচ্ছে লামিচানের।


কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্টের দেয়া রায়ে সবশেষ জানুয়ারিতে ৮ বছরের জন্য জেলে যেতে হয়েছিল তাকে। তবে কয়েক মাসের ব্যবধানে তাকে নির্দোষ হিসেবে রায় দিয়েছে পাতান হাই কোর্ট। জেল থেকে ছাড়া পাওয়ায় বিশ্বকাপ খেলতে আর কোন বাধা থাকছে না লামিচানের। নেপাল ক্রিকেট বোর্ড চাইলেই আগামী ২৪ মের আগে স্কোয়াডে যুক্ত করতে পারে তারকা এই লেগ স্পিনারকে।



promotional_ad

২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে একজন তরুণীকে ধর্ষণ করেছিলেন, এমন অভিযোগ আনা হয় লামিচানের বিরুদ্ধে। মামলা করায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে দেশে ফেরার পরই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও কিছুদিন পরই জামিনে বেরিয়ে আসেন তিনি। খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটও।


লামিচান ক্রিকেট চালিয়ে যাওয়ায় বিষয়টি মানতে পারছিলেন না অনেকে। শেষ পর্যন্ত অবশ্য রক্ষা হয়নি নেপালের ক্রিকেটের এই পোস্টার বয়ের। সবশেষ ডিসেম্বরে দোষী সাব্যস্ত হওয়ার পর জানুয়ারিতে জেলে যেতে হয় ৮ বছরের জন্য। যদিও প্রতিবার নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন তিনি।


পাতান হাই কোর্টের দেয়া রায়ে অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন লামিচানে। যার ফলে এখন চাইলেই বিশ্বকাপ খেলতে পারবেন এই লেগ স্পিনার। নেপালের হয়ে এখন পর্যন্ত ৫১ ওয়ানডেতে ১১২ উইকেট এবং ৫২ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৯৮ উইকেট। এ ছাড়া আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ ও সিপিএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball