promotional_ad

চোটের কারণে আইপিএল ছাড়লেন রাবাদা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমটা বল হাতে ভালো যায়নি কাগিসো রাবাদার। ১১ ম্যাচে ৮.৯২ ইকোনোমিতে এই পেসার নিয়েছেন ১১ উইকেট। তার দল পাঞ্জাব কিংস এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। 


এমন অবস্থায় আইপিএল ছাড়তে হচ্ছে রাবাদাকে। প্রোটিয়া এই পেসার হাঁটুর চোটে ভুগছেন। ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে রাবাদার পায়ে ‘সফট টিস্যু সংক্রমণ’ হওয়ায় তাঁর বিশ্রাম প্রয়োজন। এ কারণেই দেশটির ক্রিকেট বোর্ড রাবাদাকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।



promotional_ad

সাউথ আফ্রিকায় ফিরে সিএসএর চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন রাবাদা। দুই সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই দলে একমাত্র কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন রাবাদা। তার চোট তাই বড় ধাক্কা হয়ে এসেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের জন্য।


অবশ্য এই চোটের কারণে বিশ্বকাপে খেলতে রাবাদার কোনো সমস্যা হবে না বলেই আশাবাদী ক্রিকেট সাউথ আফ্রিকা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে না বলে আশা করা যাচ্ছে।’


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে সাউথ আফ্রিকা। সেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। 'ডি' গ্রুপকেই সবচেয়ে কঠিন গ্রুপ ধরা হচ্ছে। মূলত এই গ্রুপের অন্তত তিনটি দলের পরের রাউন্ডে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।



প্রোটিয়ারা নিজেদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৮ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে এইডেন মার্করামের দল। এরপর ১০ জুন তারা বাংলাদেশের মুখোমুখি হবে। ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে তারা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball