promotional_ad

অ্যান্ডারসনের ‘অবসর-পার্টি’ পণ্ড করতে চান রোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি, ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

১৪ জানুয়ারি ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর জেমস অ্যান্ডারসনকে ‘ইতিহাসের অন্যতম সেরা’ ফাস্ট বোলার হিসেবে মনে রাখা হবে, এমনটাই বিশ্বাস করেন কেমার রোচ। তবে তার বিদায়টা 'পণ্ড' করতে চান ওয়েস্ট ইন্ডিজের এই পেসার।


আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ??েস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়া অ্যান্ডারসন। সেই টেস্টে ইংল্যান্ডকে হারাতে চান রোচ। যদিও অ্যান্ডারসনের ওপর পরিপূর্ণ শ্রদ্ধা রাখছেন তিনি।



promotional_ad

তিনি বলেন, ‘সে (অ্যান্ডারসন) গ্রেট ফাস্ট বোলার। সম্ভবত অন্যতম সেরা। তাকে চলে যেতে দেখাটা কষ্টের, কিন্তু আমরা সবাই জানি চিরকাল কেউই খেলতে পারব না। ইংল্যান্ডের হয়ে সে অসাধারণ করেছে এবং যা যা পাবে সবই তার প্রাপ্য।’


‘আমাদের বিপক্ষে সেটি হবে (অ্যান্ডারসনের অবসর) প্রথম টেস্ট...আশা করি আমরা পণ্ড করতে পারব (হেসে হেসে)। সে (অ্যান্ডারসন) সম্মানের পাত্র। আমাকে দারুণ সব উপদেশ দিয়েছে। সর্বকালের অন্যতম সেরা হিসেবে তাকে মনে রাখা হবে। ওই টেস্টের (লর্ডস) পর তার প্রতি শুভকামনা রইল। আশা করি অবসর–পরবর্তী জীবন উপভোগ করতে পারবে।’


শুধু অ্যান্ডারসনের বিদায়কে পণ্ড করাই নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও জিততে চান রোচ। ১৯৮৮ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতে না ওয়েস্ট ইন্ডিজ। লম্বা সময়ের ক্ষুধা টের পাচ্ছেন রোচ।



তিনি বলেন, ‘দল হিসেবে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও সবচেয়ে বড়...আমরা ভালো লড়াই করতে চাই। ভালো পারফরম্যান্স করতে চাই। অনেক দিন হলো আমরা ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতিনি, তাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা উচিত, যেন জিততে পারি।’


তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি শুরু হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, আগামী ১০ জুলাই থেকে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। গত কয়েক বছরের মধ্যে এবারই বেশ শক্তিশালী পেস আক্রমণ নিয়ে ইংল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball