promotional_ad

পাওয়ার-প্লে নিয়ে বিশেষ পরিকল্পনার কারণেই বেঙ্গালুরুর টানা ৩ জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

১৬ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই

টানা তিনটি ম্যাচ জিতে চলতি আইপিএলে তাক লাগিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ তালিকায় একেবারে তলানিতে থাকা দলটির এমন পারফরম্যান্সে চমকে গিয়েছে সকলেই। এই সাফল্যের কৃতিত্ব বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিকে দিচ্ছেন অ্যাডাম গ্রিফিথ।


প্রথম আট ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বেঙ্গালুরু নিজেদের নবম ম্যাচে হারায় শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে। প্যাট কামিন্সের দলকে ৩৫ রানে হারানোর পর গুজরাট টাইটান্সকে টানা দুই ম্যাচে হারায় দলটি।



promotional_ad

আহমেদাবাদে দুইশ রান তাড়া করে নয় উইকেটে জিতে দলটি। তারপর ঘরের মাঠের লড়াইয়ে শুভমান গিলের দলকে তারা হারায় চার উইকেটে। এসব পারফরম্যান্সের কৃতিত্ব দলটির দুই অভিজ্ঞ ক্রিকেটার কোহলি এবং ডু প্লেসিকে দিচ্ছেন সহকারী কোচ গ্রিফিথ।


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

তিনি বলেন, 'প্রতিযোগিতার শুরুটা ভালো হয়নি আমাদের। বিশেষ করে পাওয়ার প্লে-তে। আমরা এখন পাওয়ার প্লে নিয়ে বিশেষ পরিকল্পনা করি। যে কোনও ম্যাচের শুরুটা যাতে ভালো হয়, সে দিকে নজর দিই। বিরাট এবং ডু প্লেসি অনেক বেশি ইতিবাচক ব্যাটিং করে প্রথম ৬ ওভারে। সেটাই আমাদের সাহায্য করে।'


'সিরাজ বোলিং গ্রুপের অধিনায়ক। আমাদের দলের ভারতীয় এবং বিদেশি পেসারদের মধ্যে ও সব থেকে অভিজ্ঞ। ও খুব ভাল বল করছে। শুধু তাই নয়, ও উইকেট নেওয়ার জন্য মরিয়া। খুব আগ্রাসী বোলিং করছে। আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য ও।



বেঙ্গালুরুর এখনও পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনটি ম্যাচ বাকি। প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য এই তিন ম্যাচেই জিততে হবে কোহলিদের। একইসঙ্গে অন্যান্য দলের পারফরম্যান্সেও চোখ রাখতে হবে তাদের। বর্তমানে ৭ নম্বরে আছে বেঙ্গালুরু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball