promotional_ad

লিটন-শান্তদের ধীর গতির ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন রিশাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে সফরকারীদের দেয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশকে খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির আসরগুলোতে বরাবরই বড় রান হয়।


এর আগে এমন ধীর গতির ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা রিশাদ হোসেন জানিয়েছেন ছোটো লক্ষ্য ছিল তাই সবাই এভাবে খেলেছেন। লক্ষ্য বড় না হওয়ায় সবাই ধীরে স্থিরভাবেই ম্যাচ বের করতে চেয়েছিলেন।



promotional_ad

রিশাদ বলেছেন, 'সবাই আত্মবিশ্বাসী ছিল। রান কম ছিল দেখেই সবার বডি ল্যাঙ্গুয়েজ হয়তো এমন ছিল। উইকেট আলহামদুলিল্লাহ ভালো ছিল। স্কোরবোর্ডে যেহেতু পর্যাপ্ত রান ছিল না। ১৪০ যেহেতু বড় রিক্স নেয়ার কোনো দরকার ছিল না। সাধারণ রান লাগত ওভারে ৭ সাড়ে ৭ করে। এক্সট্রা কোনো শট প্রয়োজন হয় না। সাধারণত একটা বাউন্ডারির বল আসেই। একটু হিসেব করে খেওলেই ম্যাচ বেরিয়ে যায়।'


ওপেনিংয়ে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। এই দুজনে ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ এদিন আউট হয়েছেন ১৯ বলে ১৮ রানের ইনিংস। আর প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়া লিটনের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৩ রান।


অধিনায়ক শান্তও রান তুলেছেন ধীর গতিতে। ১৫ বলে ১৬ রান করে ফিরেছেন তিনি। যদিও শেষদিকে ২৫ বলে ৩৭ রান করে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ বলে ২৬ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েছেন। জয় পেলেও দুই ম্যাচেই টসে জিতে আগে বোলিং নেয়ার কারণে সমালোচিত হচ্ছেন শান্ত।



রিশাদ জানালেন বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত তাদের। এই লেগ স্পিনার বলেন, 'টসে জিতে ব্যাটিং বোলিং যাই করি সমস্যা নেই। আমাদের প্ল্যান থাকে যে যেহেতু অনেক গরম। আমার মনে হয় বিশ্বকাপেও অনেক গরম থাকবে। আমরা চেষ্টা করছি সেটার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball