promotional_ad

এটা অমানবিক, সুপার লিগ টি-টোয়েন্টিতে হলে ভালো হতো: সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গরমের তীব্রতায় হাঁসফাঁস করার মতো অবস্থা। রোদের খরতাপে অসহনীয় হয়ে পড়েছে মানুষের জীবন। এমন পরিস্থিতিতেও রোদে পুড়ে ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন ক্রিকেটাররা। অভিযোগ করার সুযোগ না থাকলেও সাকিব আল হাসান মনে করেন, খেলোয়াড়দের কথা বিবেচনা করে সুপার লিগের পাঁচ রাউন্ড টি-টোয়েন্টি ফরম্যাটে করলে ভালো হতো। সেই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির কথাও যোগ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


চৈত্র শেষ হলেও গরমের প্রভাব কমেনি একটুও। গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচে অসহনীয় অবস্থাতেও খেলতে হয়েছে ক্রিকেটারদের। গরমের কথা বিবেচনা করে সুপার লিগের সূচি তৈরি করেছে সিসিডিএম। ম্যাচ খেলার পর খেলোয়াড়রা যাতে যথেষ্ট বিশ্রাম পান এজন্য প্রতি রাউন্ড শেষে দুইদিনের বিরতি রেখেছে তারা। শুধু তাই নয় ম্যাচ চলাকালীন রাখা হয়েছে কুলিং ব্রেকও। তবে গরমের সঙ্গে পেরে উঠতে পারছেন না ক্রিকেটাররা।



promotional_ad

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ডিপিএলে খেলতে নেমে পড়েছেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সবশেষ ম্যাচে খেলেছেন ১০৭ রানের ইনিংসও। সেই সঙ্গে অলরাউন্ডার হওয়ায় বোলিং করতে হয়েছে। সব মিলিয়ে দিনের অনেকটা সময় মাঠে থেকে হাঁপিয়ে উঠেছেন তিনি। মজার ছলে তাই বলেছেন, আমেরিকা গিয়ে একটু ফর্সা হলেও ডিপিএল খেলে কালো হয়ে গেছেন। গরমের মাঝেও ৫০ ওভারের ডিপিএল খেলাকে অমানবিক দাবি করছেন সাকিব। তারকা এই অলরাউন্ডার মনে করেন, সুপার লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে হলে ভালো হতো।


এ প্রসঙ্গে সাকি বলেন, ‘রোদে একটু পুড়ে গেছি, আমেরিকা গিয়ে একটু ফর্সা হয়েছিলাম তো এসেই ৪৩-৪৪ ডিগ্রিতে খেলতে গিয়ে একটু পুড়ে গেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সুপার লিগটা যদি টি-টোয়েন্টি ফরম্যাটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। একই সঙ্গে খেলোয়াড়দের দিকটাও যদি কেউ চিন্তা করতো তাহলে মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন রোদের ভেতরে আমাদের খেলানো। এই জায়গাটাতে অনেক ভালো একটা দায়িত্ব নেয়া যেতো।’


এদিকে জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে। ২০ ওভারের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। যার ফলে সুপার লিগের বেশিরভাগ ম্যাচে পাওয়া যাচ্ছে না জাতীয় দলের ক্রিকেটারদের। সাকিব মনে করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ডিপিএলের সুপার লিগ হলে সবাই খেলতে পারতেন। সেই সঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও ভালো হতো বলে জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক।



সাকিব বলেন, ‘একই সঙ্গে আমাদের জাতীয় দলের জন্যও উপকৃত হতো যেহেতু আমরা টি-টোয়েন্টি সংস্করণে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় প্রস্তুতিটা খুব ভালো হতো, অল্প দিনে শেষ হয়ে যেতো সব খেলোয়াড়রা খেলতে পারতো। যে কোন কারণেই হোক করেনি। এই চিন্তাগুলো হয়ত আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।’


সাকিব কিংবা সিনিয়ররা ক্রিকেটাররা বলে এমন সিদ্ধান্ত নেয়া যেতো কিনা এমন প্রশ্ন সাকিব জানিয়েছেন, যারা দায়িত্বে আছেন তারা সিদ্ধান্ত নেবেন। যদিও ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডার জানান, তিনি কখনও দায়িত্ব পেলে এম?? সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘আমি ছিলাম আমেরিকাতে এখানে যারা সিদ্ধান্ত প্রণেতা তারা নেবে সিদ্ধান্ত। আমি যেদিন হবো সেদিন নেব এরকম সিদ্ধান্ত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball