promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন সৈকত, আম্পায়ারদের তালিকা প্রকাশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জুনের শুরুতেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের গ্রুপ পর্বের ২৬ ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শরাফউদ্দৌলা ইবনে সৈকত।


কদিন আগেই তিনি আইসিসির এলিট প্যানেলে ডাক পেয়েছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছেন তিনি। এর আগে ২০২৩ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত। বিশ্বকাপের জন্য ২০ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। 



promotional_ad

আম্পায়ার হিসেবে থাকবে রিচার্ড ইলিংওর্থ, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি ও পল রাইফেলের মতো অভিজ্ঞরা। এ ছাড়া প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন জায়ারামান মদনগোপাল, স্যাম নগাজস্কি, আল্লাহউদ্দিন পালেকার, রশিদ রিয়াজ ও আসিফ ইয়াকুব।


ম্যাচ রেফারি হিসেবে থাকছে রাঞ্জন মাদুগাল, জেফ ক্রো ও অ্যান্ডি পাইক্রফট রয়েছেন। এরপর মাদুগালে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও একই দায়িত্ব পালন করেছেন তিন। সবচেয়ে বেশি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।


আম্পায়ার- ক্রিস ব্রাউন, কুমার ধর্মাসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, আল্লাহউদ্দীন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কিম আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যান্টন রুসেরি, শহীদ সৈকত, রোডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব



ম্যাচ রেফারি- ডেভিড বুন, জেফ ক্রু, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball