promotional_ad

ভারতের কাছে আবারও হারল বাংলাদেশ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ইনিংসের মতো সিলেটে বৃষ্টি হানা দিলো দ্বিতীয় ইনিংসেও। বিকেলে বৃষ্টি হওয়ার পর খেলা শুরু করা গেলেও সন্ধ্যার বৃষ্টি না থামায় ম্যাচ শেষ হয় ভারত ৫.২ ওভার ব্যাটিং করার পর। বৃষ্টি আসার আগে শুরুতে শেফালি ভার্মাকে ফেরালেও খেলা থামার আগে ঝড় তোলেন দয়ালান হেমলতা। খেলেছেন মাত্র ২৪ বলে ৪১ রানের ইনিংস। হেমলতার এমন ইনিংসেই শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৯ রানের জয় পেয়েছে ভারত। টানা দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে গেল সফরকারীরা।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১২০ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন শেফালি। মারুফা আক্তারের লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে উইকেটকিপার নিগার সুলতানার গ্লাভসে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই ওপেনার। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা শেফালি এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই।



promotional_ad

তিনে নেমে শুরু থেকেই ঝড় তোলেন হেমলতা। ডানহাতি এই ব্যাটারকে তেমন কোন চ্যালেঞ্জই জানাতে পারেননি বাংলাদেশের বোলাররা। স্মৃতি মান্ধানা এক প্রান্তে দাঁড়িয়ে থাকতেই অন্য প্রান্তে ঝড় তোলেন হেমলতা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে খেলেছৈন অপরাজিত ৪১ রানের ইনিংস। তাকে সঙ্গ দেয়া স্মৃতি অপরাজিত ছিলেন ৭ বলে ৫ রানে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মারুফা।


এর আগে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে দিলারা আক্তার দোলা এবং সোবহানা মোস্তারির উইকেট হারায় বাংলাদেশ। যদিও তাদের দুজনের ব্যাটেই ভালো শুরু পেয়েছিল স্বাগতিকরা। ৬ বলে ১০ রান করা দিলারা ফিরেছেন দীপ্তি শর্মার বলে সুইপ করতে গিয়ে। ১৫ বলে ১৯ রান করা সোবহানাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন শ্রেয়াঙ্কা পাটিল।


দুই উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতে ৪৩ রান তোলে বাংলাদেশ। সবশেষ কয়েক ম্যাচে টা???া ব্যর্থ হওয়া টপ অর্ডার এদিন খানিকটা স্বস্তি দিয়েছে। তবে বাংলাদেশের ধস নামে মিডল অর্ডারে। অধিনায়ক নিগার সুলতানাকে দ্রুতই বিদায় করেছেন রাধা যাদব। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা বাংলাদেশ অধিনায়ক বাঁহাতি স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হওয়ার আগে করেছেন মাত্র ৬ রান।



শেষ দিকে দুই চারে ১৮ বলে ২০ রান করেছেন রিতু মনি। এ ছাড়া ওপেনার হিসেবে অন্য প্রান্ত আগলে রাখা মুর্শিদা খাতুন করেছেন ৪৯ বলে ৪৬ রান। দলের নবম ব্যাটার হিসেবে ফিরেছেন মুর্শিদা। শেষ পর্যন্ত ১১৯ রান তুলে থামে বাংলাদেশ। ভারতের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন রাধা। দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি ও শ্রেয়াঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball