promotional_ad

ম্যাকগার্ককে বিশ্বকাপ দলে চান ক্লার্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসছে ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। এরই মধ্যে নিউজিল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। বাকি দলগুলোও শেষ মুহূর্তের দল গোছানোতে ব্যস্ত।


পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। তবে দলে একাধিক চমক দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ। সুযোগ পেতে পারেন তরুণ বেশ কয়েকজন ক্রিকেটারও। সবচেয়ে বেশি আলোচনা চলছে ওপেনার ফ্রেজার-ম্যাকগার্ককে নিয়ে।



promotional_ad

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি অস্ট্রেলিয়ার এই ব্যাটারের। চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ম্যাকগার্ক। ৫ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। এর মধ্যে তিনটিই ছিল হাফ সেঞ্চুরি। এই ব্যাটারকে বিশ্বকাপ দলে নেয়ার দাবি জানিয়েছেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।


তিনি বলেন, ‘ম্যাকগার্ককে নিয়ে এখন ভাবতে হবে নির্বাচকদের। দল সাজানোর জন্য আর মাত্র কয়েকদিন বাকি। সত্যি বলতে, সে যেভাবে খেলছে তাকে বাদ দেওয়া কঠিন। স্লোয়ার উইকেটে পাওয়ার প্লেতে অতিরিক্ত শক্তির প্রয়োজন। নিজের সম্ভাবনা তৈরি করেছে সে এবং আমি তাকে ১৫ জনের দলে দেখতে চাই।’


দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২টি চার ও ৫টি ছক্কায় ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫টি চার ও ৭টি ছক্কায় ১৮ বলে এই ওপেনার করেন ৬৫ রান।



সেই ম্যাচে ১৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে চমকে দিয়েছেন ম্যাকগার্ক। যা এবারের আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরিও। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন ফর্মের কারণেই তাকে বিশ্বকাপ দলে দেখার আকাঙ্খা তৈরি হয়েছে সবার মাঝে।






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball