promotional_ad

বিশ্বকাপের দল নির্বাচনে হার্দিককে গুরুত্ব দিতে মানা করছেন ইরফান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম

২ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন ইনজামাম উল হক, পিসিবি

এবারের আইপিএলে খুবই বাজে সময় কাটাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আরও বেশি বাজে সময় কাটাচ্ছেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে অফফর্ম কাটাচ্ছেন তিনি। এমন পারফরম্যান্সে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দলে জায়গা পাওয়াটা নড়বড়ে করে দিয়েছে। এতো বাজে পারফরম্যান্সের পরও হার্দিক দলে জায়গা করে নিক, এমনটা চান না ইরফান পাঠান। তাকে বেশি গুরুত্ব দিতে বিসিসিআইয়ের নির্বাচকদের মানা করছেন তিনি।


এবারের আইপিএলটা বিভীষিকার মধ্যে দিয়েই পার করছেন হার্দিক। ব্যাট হাতে ৯ ম্যাচে ২৪.৬২ গড় এবং ১৫১.৫৩ স্ট্রাইক রেটে মোটে ১৯৭ রান এসেছে তার ব্যাটে। মুম্বাইয়ের অধিনায়ক বল করেছেন অবশ্য সাত ইনিংসে।


এই ম্যাচগুলোতে তার উইকেটসংখ্যা কেবল চারটি। ইকোনমি রেট ১২'র কাছাকাছি (১১.৯৪)। এমন পারফরম্যান্সের কারণেই হার্দিককে বিশ্বকাপের দলে দেখতে আগ্রহী নন ইরফান। একইসঙ্গে তাকে বেশি গুরুত্ব না দেয়ার পক্ষে ভারতের সাবেক এই অলরাউন্ডার।



promotional_ad

ইরফান পাঠান বলেন, 'ভারতীয় ক্রিকেট কর্তাদের একটা বিষয় হার্দিককে পরিষ্কার করে দেওয়া উচিত। এত দিন যে গুরুত্ব ও পেয়ে এসেছে, আগামী দিনে আর তা পাবে না। আমরা কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি। কেউ যদি নিজেকে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মনে করে, তা হলে তার সেটা আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করা উচিত।'


'আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে হার্দিকের সেই প্রভাব নেই। আমরা শুধু ভাবি কে কী করতে পারে। একটা বিষয় মাথায় রাখা উচিত। সেটা হল আইপিএলের পারফরম্যান্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাবনা বিচার করলে হবে না। দুই স্তরের খেলায় বিরাট পার্থক্য আছে। আমরা বিষয় দুটোকে এক করে ফেলি।'


হার্দিককে পুরো বছর খেলার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন ইরফান। একইসঙ্গে নির্বাচকদের দল নির্বাচনে সবাইকেই গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দল নির্বাচনে অস্ট্রেলিয়া যে পথে এগিয়ে চলে, ভারতকেও একই পথে হাঁটতে বলছেন ইরফান।


তিনি আরও বলেন, 'প্রথমত হার্দিকের উচিত গোটা বছর খেলার মধ্যে থাকা। কয়েকটা ম্যাচ দেখে নির্বাচন করা ঠিক নয়। ভারতীয় ক্রিকেটে এ সব বন্ধ হওয়া দরকার। ব্যক্তিগত ভাবে কাউকে সুবিধা দেওয়া ঠিক নয়। এ রকম চলতে থাকলে আমরা কোনও বড় প্রতিযোগিতা জিততে পারব না।'



'অস্ট্রেলিয়া দীর্ঘ দিন ধরে যে পদ্ধতি মেনে চলছে সেটাই ঠিক। বিশেষ করে দলগত খেলায় ভালো পারফরম্যান্সের জন্য। ওরা দলের সবাইকে তারকা তৈরি করে। কোনও এক জনকে বেছে নেয় না। দলের সবাই সমান মানের। ও ভাবে না চললে বড় প্রতিযোগিতায় সাফল্য আসবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball