promotional_ad

নারিন নন, কলকাতার অন্য বোলারদের ‘টার্গেট’ বানিয়েছিলেন শশাঙ্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পেছনে বড় রকমের অবদান রেখেছেন শশাঙ্ক সিং। চার নম্বরে নেমে ২৮ বলে ৬৮ রানের ধ্বংসাত্মক একটি ইনিংস খেলেছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। ২৬১ ???ানের লক্ষ্য তাড়া করার মিশনে সুনীল নারিনের ওপর অবশ্য চড়াও হননি তিনি। ম্যাচ শেষে শশাঙ্ক জানান, নারিনের ওপর চড়াও হওয়ার পরিকল্পনাই ছিল না তার।


এ দিন নারিন ছাড়া কলকাতার সব বোলারের পর আগ্রাসী ভঙ্গিমায় খেলে পাঞ্জাব। চার ওভারে একটি উইকেট নিয়ে বরাবর ৬ ইকোনমি রেটে মাত্র ২৪ রান দেন নারিন। বাকিরা ১৪.৪ ওভারে ১৬.০৯ ইকোনমি রেটে রান দেন ২৩৬।



promotional_ad

মূলত নারিনের বলে চার-ছক্কা হাঁকানোর কোনো পরিকল্পনাই ছিল না শশাঙ্কের। যার কারণে অন্য বোলারদের ওপর অনেক বেশি চড়াও হন ইনিংসে দুটি চার ও আটটি ছক্কা হাঁকানো এই ফিনিশার।


ম্যাচ শেষে তিনি বলেন, 'এর আগে প্রি-ক্যাম্প এবং ঘরোয়াতে আমি এমনভাবে ব্যাটিং করেছি যেন ম্যাচকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। আমি জানতাম আইপিএলে আমি ৫-৭ নম্বরে নামব। তাই আমি ইনিংসকে কীভাবে সামনের দিকে নিব সেই প্রস্ততিই নিচ্ছিলাম।'


'আমি জানতাম সুনীল নারিন একজন বিশ্বমানের বোলার। তাকে আক্রমণ করে লাভ নেই এটা বুঝতে পারছিলাম। সে এমনই একজন যাকে সিঙ্গেলস, ডাবলস অথবা মাটিতে বল গড়িয়ে খেলতে হবে। অন্য বোলারদের আমি লক্ষ্যবস্তু বানিয়েছিলাম। তাই আমার লক্ষ্য ছিল আরও সামনে নিয়ে যাওয়া।'



শশাঙ্কের ইনিংসের আগে অবশ্য পাঞ্জাবের জয়ের ভিত গড়ে দেন প্রভসিমরান সিং। ২০ বলে চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান এই ওপেনার। এ ছাড়া ৪৮ বলে আটটি চার ও নয়টি ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন দলটির ওপেনার জনি বেয়ারস্টো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball