promotional_ad

কান্নাকাটি না করে উপায় বের করার পরামর্শ কলকাতার কোচের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৬১ রান করেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এমন হার হজম হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ রায়ান টেন ডাসকাটের। তিনি মনে করেন বোলারদেরই উপায় খুঁজে বের করতে হবে এমন পরিস্থিতি কাটিয়ে ওঠার।


ছোটো বাউন্ডারি, ব্যাটিং বান্ধব উইকেট, ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম এবারের আইপিএলে বোলারদের কাজটা আরও কঠিন করে দিয়েছে। তবে অন্যদলগুলোর চেয়ে কীভাবে নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করা যায় সেই উপায় খোঁজার জন্য বোলারদের পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে অযথা কান্নাকাটি করতেও মানা করেছেন তিনি।



promotional_ad

সংবাদ সম্মেলনে ডাসকাটে বলেন, 'এখানে দুটো রাস্তা আছে। আপনি হাল ছেড়ে দিয়ে বলতে পারেন, 'এটা অন্যায়, আমরা বোলিং মেশিন।" অথবা আপনি বসতে পারেন স্থির হয়ে ভাবতে পারেন। আমাদের একটা উপায় বের করতে হবে, অন্য দল থেকে তফাৎ নিয়ে আসতে হবে। আমাদের নতুন কিছু চেষ্টা করতে হবে।'


কাজটা কঠিন হলেও আইপিএলে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে অভিনব কিছু করার বিকল্প দেখছেন না কলকাতার কোচ। আইপিএলের সব কিছুই এখন ব্যাটারদের পক্ষে। এ কারণে বোলারদের জন্য খুব মায়া হচ্ছে তার। তবে বাস্তবতা মেনে নিয়েই সামনে এগোতে হবে বলে মনে করেন ডাসকাটে।


তিনি বলেন, 'এটা কঠিন হবে, কিন্তু আপনাকে অভিনব হতে হবে আগামী চার সপ্তাহর জন্য। কান্নাকাটির কিছু নেই। সব কিছুই এরমধ্যে ব্যাটারদের পক্ষে। আমি বোলারদের জন্য দুঃখিত। কিন্তু এটাই ফ্যাক্ট, বাস্তবতা। আমার মত হচ্ছে একটা উপায় বের করে ব্যাটারদের চ্যালেঞ্জ ফিরিয়ে দেয়া।'



আইপিএলের প্রতি আসরেই রান তোলার গড় বেড়েছে। তবে এবার সেটা ভিন্ন ধাপে পৌঁছে গেছে। এখনও পর্যন্ত আইপিএলে ওভার প্রতি প্রায় ১০ গড়ে রান উঠেছে। টুর্নামেন্টের বাকি আরও লম্বা সময়। এর মধ্যে সেই গড় ১০ ছাড়িয়ে যায় কিনা সেটাই ভাবনার বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball