promotional_ad

রাহুলকে আরও আক্রমণাত্মক হওয়ার পরামর্শ গাঙ্গুলির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জল্পনা কল্পনা চলছে বিশ্বকাপ দল নিয়ে। কারা কারা সুযোগ পাচ্ছে বাদ পড়ে যাচ্ছেন কারা তা নিয়েই চলছে আলোচনা। বিশ্বকাপ দল নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হচ্ছে হয়তো ভারতীয় নির্বাচকদের।


চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ ভালো পারফরম্যান্স করছেন একাধিক উইকেটরক্ষক ব্যাটার। দারুণ ফর্মে আছেন লোকেশ রাহুল, ঋষভ পান্ত ও সাঞ্জু স্যামসনরা। আলোচনায় আছেন ইশান কিশানও। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য লোকেশ রাহুলকে নিয়ে বাজি ধরছেন।



promotional_ad

ফর্মে থাকলেও বিশ্বকাপ দলে জায়গা করে নিতে রাহুলকে আরও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি। তিনি মনে করেন ভারতীয় দলে এখন অনেক মারকুটে ব্যাটার তাই দলে জায়গা পেতে হলে ভরডরহীন ক্রিকেটের বিকল্প নেই।


 এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, 'ভারতের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেট। অস্ট্রেলিয়াতেও আমি রাহুলকে বলেছিলাম, ভয় পেলে চলবে না। ক্রিজ়ে গিয়ে শুরু থেকেই মারতে হবে। ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট বড়। উইকেট হারানোর কথা ভাবলে হবে না। মাঠে নেমেই মারতে হবে।’


রাহুলের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই গাঙ্গুলির। এই উইকেটরক্ষক ব্যাটারকে অনেক সময় আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রাহুল। এই ইনিংসকে ব্যতিক্রমি আখ্যা দিয়েছেন গাঙ্গুলি।



তার ভাষ্য, ‘একজন ব্যাটার মাঠে কীভাবে খেলবে, সেটা অনেকটা নির্ভর করে কোচ এবং অধিনায়কের উপর। তাকে কী নির্দেশ দেয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। রাহুল চেন্নাইয়ের বিরুদ্ধে যে ইনিংসটা (৫৩ বলে ৮২) খেলেছে, সেটা দারুণ। বেশ ব্যতিক্রমী ইনিংস। শুরুর দিকে নেমে পরিস্থিতি অনুযায়ী একদম সঠিক ব্যাট করেছিল। আগেই বলেছি, রাহুলের উচিত আরও আগ্রাসী ব্যাটিং করা। ২০ ওভারের ক্রিকেটে এটা ভীষণ জরুরি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball