promotional_ad

২ বছরের জন্য বাংলাদেশের দলের অ্যানালিস্টের দায়িত্বে মহসিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মহসিন শেখ। গত বছর নিউজিল্যান্ড সিরিজের সময় তাকে খন্ডকালিন দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তাকেই পূর্ণকালিন দায়িত্ব দিয়েছে বিসিবি।


সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। কদিন পরেই বাংলাদেশ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজ দিয়েই নিজের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি।বিসিবির বিবৃতি থেকে জানা গেছে ১ মে ২০২৪ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল ২০২৬ শেষ হবে মহসিনের সঙ্গে বিসিবির চুক্তি।



promotional_ad

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের পরই গুঞ্জন ছিল পারফরম্যান্স এনালিস্ট মহসিনকে পূর্ণ মেয়াদে চুক্তির প্রস্তাব দিতে পারে বিসিবি। গত বিশ্বকাপের পর থেকেই পারফরম্যান্স অ্যানালিস্ট ছিল না বাংলাদেশের।


ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে অন্তবর্তীকালিন দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার নাসির আহমেদ। এরপর ম্যানেজমেন্টের চাওয়ায় বিদেশি পারফরম্যান্স অ্যানালিস্টের খোঁজে ছিল বিসিবি। এরপরই দায়িত্ব দেয়া হয় মহসিনকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল খুলনা টাইগার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।


শ্রীলঙ্কা সিরিজে তাকে দায়িত্ব দেয়নি বিসিবি। এই সিরিজে দায়িত্বে ছিলেন শাওন জাহান। অ্যানালিস্ট হিসেবে বেশ অভিজ্ঞ মহসিন। শুরুতে পাকিস্তান ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল নিয়ে কাজ করেন তিনি।



এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের বেশ কয়েকটি দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলের দল রাজস্থান রয়্যালসেও কাজ করেছেন তিনি। এরপর গেল বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তান দলের অ্যানালিস্টের দায়িত্ব পালন করেছেন মহসিন।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball