promotional_ad

ঠান্ডা মাথায় ব্যাটিংয়ের ফল পাচ্ছেন হেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের আইপিএলে ৬ ইনিংসে ৩২৪ রান তাও ২১৬ স্ট্রাইক রেটে। পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে বোলাররা কতটা তোপের মুখে পড়েছেন হেডকে বল করতে এসে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ধ্বংসলীলা চালিয়েছেন এই অজি ওপেনার। 


খেলেছেন ৩২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস। শুধু এই ম্যাচেই নয় এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন ১৮ বলে ফিফটি। সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৪ বলে ৬২ রানের ইনিংস। এরপর বেঙ্গালুরুর বিপক্ষে করেন ৩৯ বলে সেঞ্চুরি।



promotional_ad

দিল্লির বিপক্ষে ম্যাচের পর এমন ব্যাটিংয়ের রহস্য খোলাসা করেছেন হেড। তিনি বলেছেন, ‘এটা দারুণ, আমরা ভালো সময় কাটাচ্ছি। শান্ত থেকে বল মারার চেষ্টা করেছি। বিষয়গুলো সহজভাবে দেখা, বলের মেধা অনুযায়ী খেলাটাই জরুরি। ছন্দ ধরে রাখতে পেরে সন্তুষ্ট।’


দিল্লির বোলারদের ওপর চড়াও হয়েছিলেন হায়দরাবাদের আরেক ওপেনার অভিষেক শর্মাও। তিনি ১২ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। ৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৫৭ রান। অভিষেক স্পিনারদের বিপক্ষে বেশ ভালো খেলেন। বাকি ম্যাচগুলোতেও তার এমন ব্যাটিং দেখতে চান হেড।


সতীর্থ এই ক্রিকেটারকে নিয়ে হেড বলেন, ‘সর্বশেষ ম্যাচে পাওয়ার প্লেতে প্রথমবার আমরা স্পিন দেখি। অভিষেক কতটা স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক, সেটা সেই ম্যাচে দেখা গেছে। আমরা স্পিনের বিপক্ষে ওর কাজটা করতে দিতে চাই। ও ওর কাজটা আজও (কাল) করেছে।’



গত বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে আছেন হেড। বিশ্বকাপ ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দিয়েছিলেন এই ওপেনারই। এবারের আইপিএলেও পেয়েছেন সেঞ্চুরি। নিজের এমন ফর্ম নিয়ে হেড বলেন, ‘দুই বছর কঠোর পরিশ্রমের পর সফলতা আসছে। টি-টোয়েন্টিতে ওপরের দিকে ব্যাট করতে পেরেও ভালো লাগছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball