চেন্নাইয়ের সংস্কৃতি একবিন্দুও বদলাতে চান না রুতুরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম
২ মার্চ ২৫
চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়ভার পেয়ে চমকে যাননি রুতুরাজ গায়কোয়াড়। বরঞ্চ আরও এক আসর আগে থেকেই এর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল তাকে। কয়েকদিন আগেই এমনটা জানিয়েছেন রুতুরাজ। এবার জানালেন, চেন্নাইয়ের নেতৃত্বের ধরন বা ঘরানায় কোনো পরিবর্তনই আনতে চান না তিনি।
এখনও পর্যন্ত আইপিএলের ১৪টি আসরে অংশ নিয়েছে চেন্নাই। এর মধ্যে রেকর্ড ১০ বার ফাইনালে খেলেছে তারা। শিরোপা জিতেছে যৌথভাবে সর্বোচ্চ ৫ বার। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও ২ বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

দলটির হেড কোচ স্টিফেন ফ্লেমিং এবং সদ্য সাবেক হওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে ক্রিকেটারদের যে যোগাযোগের সংস্কৃতি গড়ে উঠেছে সেটার ওপরই আস্থা রাখতে চান রুতুরাজ। নতুন কিছুর চেষ্টা না করে পুরোনো ঐতিহ্য ধরে রাখতে চান তিনি।
এই মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ জেতা রুতুরাজ বলেন, 'আমি সুনির্দিষ্ট কোনো ধরনের চরিত্র হতে চাই না। যেভাবে সবকিছু প্রবাহিত হচ্ছে, সেই স্রোতের ধারায় বয়ে যেতে চাই। মূলত চেন্নাই সুপার কিংসের সংস্কৃতিকে ধরে রেখেই এগিয়ে যেতে চাই। আমার এরকমই ভাবনা। যে সাফল্য আমরা পেয়েছি, যা আমরা করছে আসছি, তা একবিন্দুও বদলাতে চাই না আমি।'
'আমি স্রেফ মাঠে নেমে নিজের সিদ্ধান্ত নিতে চাই, যতটা সম্ভব স্বাধীনতা দিতে চাই, কারণ আমি এই দলে যোগ দেওয়ার পর থেকে এসবই দেখে আসছি। কোনো কিছুই সত্যিকার অর্থে বদলায়নি এবং আমি উপভোগ করছি নিজের কাজ।'
রুতুরাজকে অধিনায়ক হিসেবে গড়ে তোলা অবশ্য চেন্নাইয়ের পরিকল্পনার অংশই ছিল। হেড কোচ ফ্লেমিংয়ের সঙ্গে গত আসরেও ম্যাচ বিশ্লেষণ করতেন রুতুরাজ। কোনটা করলে ভালো হতো বা ভালো হয়েছে সেটি নিয়েই নিজের মতামত জানাতেন এই ওপেনার।
তিনি আরও বলেন, 'এমনকি গত বছরও স্টিভেন ফ্লেমিং ও আমি প্রতি ম্যাচ শেষেই অধিনায়কত্ব নিয়ে কথা বলতাম, আমার কী মনে হয়েছে, কোন বদল বা বোলিং পরিবর্তনটি আমার প্রয়োজনীয় মনে হয়েছে, এটা-সেটা আরও অনেক কিছু। প্রতি ম্যাচ শেষেই তার সঙ্গে আলাদা করে এসব নিয়ে কথ??? হয়েছে আমার। এবার তা কাজে লাগছে।'