আরও ৫০০ ম্যাচ খেলতে চান নারিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
সুনীল নারিনের অলরাউন্ড নৈপুণ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতেও দলকে উড়ন্ত সূচনা এনে দেন নারিন। ফলে ক্যারিয়ারের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচসেরা হন এই ক্যারিবিয়ান। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার আরও ৫০০ ম্যাচ খেলতে চান।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৮৬ রান তোলে কলকাতা। ফিল সল্টের সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন নারিন। ২২ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৪৭ রান করে মায়াঙ্ক ডাগারের বলে বোল্ড হন তিনি।

লম্বা সময় পর ব্যাট হাতে এমন দারুণ ইনিংস খেলেছেন নারিন। এ জন্য কলকাতার সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অলরাউন্ডার। বিপিএল, পিএসএল, সিপিএলসহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আরও অন্তত ৫০০ ম্যাচ খেলার প্রত্যাশা করেছেন তিনি।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়
১৬ ফেব্রুয়ারি ২৫
নারিন বলেন, 'এটা অসাধারণ একটি মাইলস্টোন। আশা করি সামনে আরও ৫০০ ম্যাচ খেলতে পারব। এমন পারফরম্যান্স করতে পেরে দারুণ লাগছে। লম্বা সময় পর এমন পারফরম্যান্স করতে পেরে স্বস্তিও লাগছে। নিজের উপর বিশ্বাস ছিল বড় ইনিংস খেলতে পারব। সাপোর্ট স্টাফও সাহস জুগিয়েছিল। কিছুটা পরিশ্রম করেছি, এখন সেটা কাজে লাগছে।
বল হাতে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটি নিয়েছেন নারিন। যদিও এ দিন তিনি ৪০ রান খরচা করেন। এমন বোলিং পারফরম্যান্সে অবশ্য তৃপ্ত নন নারিন।
তিনি আরও বলেন, 'পাওয়ার প্লে'তে বোলিং করা সবসময়ই কঠিন। তাই আপনি সেটা ভুলে যেতে চাইবেন। পরে বোলিং করতে আসলে সবকিছুই নিজের মতো নিয়ন্ত্রণ করা যায়। সবকিছু মিলিয়ে আপনি যখন জিতবেন, তখন ব্যাপারটি দারুণ। সাপোর্ট স্টাফ দের কাছ থেকে আমি সবসময়ই প্রেরণা এবং আত্মবিশ্বাস পাই।'