প্রথম ম্যাচ.. তাই খুব বেশি কাটাছেড়া করতে চাই না: রাহুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন তারকাকে বাদ দিয়ে এশিয়া কাপ খেলবে ভারত
১৫ আগস্ট ২৫
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান করেছে আট উইকেটে ১৯৩ রান। বোলাররা খুব বাজে দিন পার করলেও তাদের পাশে আছেন লোকেশ রাহুল। প্রথম ম্যাচে হার নিয়ে দলটির অধিনায়ক খুব বেশি কাটাছেড়া করতে চান না।
প্রথম ছয় ওভারে রাজস্থান করে দুই উইকেটে ৫৪ রান। মহসিন খান এবং নাভিন উল হকের শুরুটা বেশ বাজে ছিল দলের জন্য। যার কারণে পরবর্তীতে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলেও সেটি আর নিতে পারেনি লক্ষ্ণৌয়ের বোলাররা।

ম্যাচ শেষে রাহুল বলেন, 'এটা কেবলই প্রথম ম্যাচ। তাই আমি এটা নিয়ে খুব বেশি কাটাছেড়া করতে চাই না। পাওয়ার প্লে সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না কোনও দল এখন পর্যন্ত এখানে দারুণ কিছু করতে পেরেছে।'
কলকাতার পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার
২০ আগস্ট ২৫
'মহসিন আমাদের পাওয়ার প্লে বোলার ছিল প্রথম আসরে। তবে গত আসরে সে পুরোপুরি ফিট ছিল না। এবার সে ফিরে আসায় ভালো লাগছে। নাভিন আসার পর থেকেই দারুণ খেলছে।'
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানেই তিন উইকেট হারায় রাহুলের দল। তারপর ৬০ রানে হারায় চতুর্থ উইকেট। তারপর রাহুলের ৪৪ বলে ৫৮ এবং নিকোলাস পুরানের ৪১ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।
লক্ষ্ণৌয়ের ইনিংসে দুই অঙ্ক ছোঁয়া ইনিংস ছিল আর একটি। ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন ইমপ্যাক্ট হিসেবে নামা দীপক হুডা। ব্যাটারদের রান না পাওয়া নিয়েও বেশি চিন্তিত নন রাহুল। তবে দ্রুতই জয়ের ধারায় ফিরতে চান তিনি।
রাহুল আরও বলেন, 'আমার মনে হয় না লক্ষ্য অনেক বেশি ছিল। দশ রানের বেশি করতে হতো ওভারপ্রতি। আমরা ভালো বোলিংই করেছি, তবে কিছু ভুল করেছি। যেসব ছোটো ভুল (ব্যাটিংয়ে) আমরা করেছি সেখান থেকে শিখছি। আমাদের ম্যাচ জেতার উপায় খুঁজে বের করতে হবে।'