promotional_ad

রিশাদ-সানিদের ঘূর্ণিতে শাইনপুকুরের জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তানজিদ হাসান তামিম থেকে শুরু করে ইরফান শুক্কুর, বেশিরভাগ ব্যাটার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। যদিও ২২৪ রানের পুঁজি পেয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচ জেতাতে বাকি কাজটা সেরেছেন রিশাদ হোসেন, আরাফাত সানিরা। তাদের ঘূর্ণিতে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি। প্রথম ম্যাচ খেলতে নেমেই লেগ স্পিনার রিশাদ নিয়েছেন ৩ উইকেট।


ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শাইনপুকুর। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলা তামিম নামেন এবারের ডিপিএল মৌসুমের প্রথম ম্যাচ খেলতে। খালেদ হাসানকে সঙ্গে নিয়ে েউদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৯ রান। পঞ্চাশ পেরোনোর পর তাদের দুজনের জুটি ভেঙেছেন ইফতেখার সাজ্জাদ।



promotional_ad

লং অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন তানজিদ তামিম। বাঁহাতি এই ওপেনারকে ফিরতে হয়েছে ২৭ রানে আরেক ওপেনার খালিদ আউট হয়েছেন ২৪ রানে। গত ম্যাচে সাতে নামলেও মেহরব হাসান এদিন ব্যাটিং করেন তিন নম্বরে। তবে তাকে বড় ইনিংস খেলতে দেননি শামীম মিয়া। বাঁহাতি এই স্পিনারের বলে স্টাম্পিং হয়ে ফিরেছেন মেহরব।


মাঝে মার্শাল আইয়ুব ৩২ ও ইরফান শুক্কুর ৩৮ রান করলেও ইনিংসে বড় করতে পারেননি। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা অধিনায়ক আকবর আলী। ডানহাতি এই ব্যাটারের ২২ ও রবিউল হকের ২১ রানের সুবাদে ২২৪ রানের পুঁজি পায় শাইনপুকুর। গাজী টায়ার্সের হয়ে মারুফ মৃধা পেয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট।


জবাবে তৃতীয় ওভারেই ওপেনার আশিকুর রহমান শিবলিকে হারায় গাজী টায়ার্স। চার রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রবিউল হক। এরপর ইফতেখার হোসেন ইফতি ১৩, হাফিজুর রহমান ৭ ও আশরাফুল আলম আসিফ ১৯ রানে ফিরলে ৬১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে গাজী টায়ার্স।



৪ উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরার চেষ্টা করেন শামীম ও অধিনায়ক তাহজিবুল ইসলাম। তারা দুজনে গড়েন ৫৯ রানের জুটি। এ সময় হাফ সেঞ্চুরির পথে থাকা শামীম ফেরেন ৪৭ রানে। শাইনপুকুরকে জেতাতে বাকি কাজটা করেন আরাফাত ও রিশাদ। ৩০ রান করা তাহজিবুল ফিরলে আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেননি তারা।


দুই স্পিনার মিলে গাজী টায়ার্সের শেষ পাঁচ উইকেট তুলে নিলে ৭৩ রানের জয় পায় শাইনপুকুর। দলটির হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রিশাদ। আরাফাত, রবিউল ও জাওয়াদ রোয়েন নিয়েছেন দুটি করে উইকেট। পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন একটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball