promotional_ad

মাদুশাঙ্কার বদলে যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরাকে দলে নিলো মুম্বাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে খেলা হচ্ছে না দিলশান মাদুশাঙ্কার। তার পরিবর্তে কিউনা মাফাকাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। পুনর্বাসনে থাকায় এবারের আইপিএলে খেলা হবে না মোহাম্মদ শামিরও। তার পরিবর্তে গুজরাট টাইটান্স দলে ভিড়িয়েছে সন্দীপ ওয়ারিয়রকে।


গত যুব বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছিলেন মাফাকা। সাউথ আফ্রিকার তরুণ বাঁহাতি এই পেসার তখনই নজর কেড়েছেন মুম্বাইয়ের। এবার মাদুশাঙ্কা ইনজুরিতে পড়ায় আর দেরি করেনি মুম্বাই। কয়েকদিনের মাঝেই মাফাকাকে দলে টানল তারা।



promotional_ad

গত ওয়ানডে বিশ্বকাপে ২১ উইকেট নেন মাদুশাঙ্কা। তারপরই লঙ্কান এই পেসারকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সিরিজে ইনজুরিতে পড়েন মাদুশাঙ্কা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি।


মাফাকাকে অবশ্য কম দামেই পেয়েছে মুম্বাই। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই আইপিএলে খেলবেন এই পেসার। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিজেদের মাটিতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ওভারপ্রতি ৩.৮১ রান দিয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ২১ উইকেট নেন মাফাকা। আসরের সেরা খেলোয়াড়ও হন তিনি।


এদিকে কয়েকদিন আগেই লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন শামি। গত বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করার পর আর মাঠে নামা হয়নি এই পেসারের। অনেক লম্বা সময় ধরেই তার বিকল্প খুঁজে বেড়াচ্ছিল তারা।



উপযুক্ত বিকল্প না পেয়ে সন্দীপকে দলে টানল গুজরাট। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে পাঁচ ম্যাচ খেলেন এই পেসার। ৩২ বছর বয়সী এই পেসার ২০১৩ থেকে ২০১৫ সাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball