promotional_ad

আইপিএলের শুরুতে উইলিকে পাচ্ছে না লক্ষ্ণৌ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ???তুন আসরের পর্দা ওঠার ২ দিন আগেই ফের দুঃসংবাদ পেল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবারের আসরের শুরুতে ইংলিশ পেসার ডেভিড উইলিকে পাচ্ছে না দলটি। এই বিষয়টি নিশ্চিত করেছে দলটির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।


উইলিকে না পাওয়ার কারণাটা অবশ্য চোট নয়। মূলত গত ২ মাস ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ তে খেলছেন। এরপর মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন। যেখানে ১৮ মার্চ দলটির হয়ে ফাইনাল ম্যচেও ছিলেন তিনি।



promotional_ad

মূলত লম্বা সময় ক্রিকেট খেলার ধকল কাটাতেই কয়েকদিনের জন্য বিরতিতে যাচ্ছেন তিনি। এরপর আবারও আইপিএলে নিজের দল লক্ষ্ণৌয়ের হয়ে মাঠে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ইংলিশ পেসার। এর আগে আরেক ইংলিশ তারকা মার্ক উড আইপিএল থেকে নাম সরিয়ে নেয়ার কারণে বিপদে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি।


মূলত এই দুই পেসারকে ঘিরেই নিজেদের বোলিং আক্রমণের পরিকল্পনা ঠিক করেছিলেন লেঙ্গার। তবে হুট করে তাদের না পাওয়ার কারণে বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর ফলে দলের পেস আক্রমণে খারাপ প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা দেখছেন লেঙ্গার।


এই প্রসঙ্গে লেঙ্গার বলেন, ‘মার্ক উড টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। ডেভিড উইলিও এখনই (ভারতে) আসছে না। সুতরাং, আমাদের পেস আক্রমণে অভিজ্ঞতার অভাব দেখা দিতে পারে। তবে গত কয়েকদিনে আমি দেখেছি যে, আমাদের দলে দারুণ সব প্রতিভা রয়েছে। দলের কয়েকজনের চোট সমস্যা ছিল। তবে এই মুহূর্তে তারা ফিট আছে।'



উডের বদলি হিসেবে গ্যাবার ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের নায়ক শামার জোসেফকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তবে গত বছর ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নেয়ার উইলির কোন বদলি নেবে না দলটি। ফলে শুরুর ভাগে উডের অভিজ্ঞতা পূরণ করা না গেলেও জোসেফ ও তরুণ ভারতীয় পেসার মায়াঙ্ক যাদবকে দিয়ে শূন্যতা পূরণ করাতে চান লেঙ্গার। 


দলটির প্রধান কোচ আরও বলেন, ‘শুধু ফিট ও সুস্থ থাকাই নয়, বরং ওদের মধ্যে ক্ষুদাও রয়েছে। আমাদের শুধু ক্রিকেটারদের ঠিকমতো ব্যবহার করতে হবে। যাতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত তাদের পাওয়া যায়। শুধুমাত্র শুরুর দিকেই নয়। উডের অভিজ্ঞতাকে হয়ত পূরণ করা যাবে না। তবে আমাদের দলে জোসেফ ও মায়াঙ্কের মতো গতিময় বোলার উডের শূন্যতা কমাতে পারবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball