promotional_ad

ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে সফল সাকিব, শেখ জামালের দারুণ জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন নুরুল হাসান সোহান। ৩১*, ৮০ ও ১০১ রানের পর সিটি ক্লাবের বিপক্ষে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন শেখ জামালের ৪০ রানের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। অবশ্য ম্যাচটিতে সবার বাড়তি মনোযোগ ছিল সাকিব আল হাসানের কারণে।


শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি সাকিব। টেস্ট সিরিজেও নেই এই অলরাউন্ডার। এই ফাঁকা সময়ে ডিপিএলে খেলতে নেমেছেন তিনি। অবশ্য এই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। তবে বল হাতে চমক দেখিয়েছেন তিনি।



promotional_ad

খেলেছেন ১৪ বলে ১৯ রানের ইনিংস। অবশ্য সোহানের সঙ্গে এই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ইয়াসির আলী রাব্বিও। তিনি ৫৭ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। মূলত সোহান ও রাব্বির ব্যাটে ভর করেই আগে ব্যাট করে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের পুঁজি পায় শেখ জামাল।


সিটি ক্লাবের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ইফরান হোসেন, সোহেল রানা, মেহেদী হাসান, রাফসান মাহমুদ ও মইনুল হাসান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল সিটি ক্লাব। সেই চাপ থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।


দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শাহরিয়ার কমল। ৩৬ বলে ৩৫ রান আসে সাদিকুর রহমানের ব্যাট থেকে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে এদিন সফল হয়েছেন সাকিব। ৭ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন এও বাঁহাতি স্পিনার।



তিনটি উইকেট পেয়েছেন রিপন মন্ডলও। ৬ ওভারে তিনি খরচা করেন ৩৭ রান। দুটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। আর একটি উইকেট পেয়েছেন সাইফ হাসান। এবারের ডিপিএলে চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে সোহান-সাকিবদের দল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন তিন নম্বরে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball